ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০ হাজার পিস ইয়াবা জব্দ

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে পথচারীর মৃত্যু

প্রকাশিত: ০৪:৪১, ২৭ অক্টোবর ২০১৮

 খিলক্ষেতে ট্রেনে  কাটা পড়ে  পথচারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এদিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কে একটি পিকআপ ভ্যানের স্টিলের পাটাতন কেটে ৫০ হাজার চার শ’ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ জানান, শুক্রবার ভোরের দিকে খিলক্ষেত রেললাইন পার হচ্ছিলেন অজ্ঞাত (৪০) ওই ব্যক্তি। এ সময় কমলাপুর থেকে বিমানবন্দরগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এএসআই রবিউল্লাহ জানান, তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। নিহতের পরনে গেঞ্জি ও চেক লুঙ্গি ছিল। পিকআপ ভ্যানের পাটাতনে ৫০ হাজার ইয়াবা ॥ রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সড়কে একটি পিকআপ ভ্যানের স্টিলের পাটাতন কেটে ৫০ হাজার চার শ’ পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় রুবেল আহমেদ (২৬) ও ফাহিম মিয়া (১৯) নামের দু’জনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাইফুল মালিক জানান, বৃহস্পতিবার গভীররাতে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়কে অবস্থান নেয়। পরে একটি পিকআপ থামার জন্য সঙ্কেত দেয়া হয়। পরে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপসহ সেখানে থাকা লোকজন পালানোর চেষ্টা করে। এ সময় রুবেল আহমেদ ও ফাহিম মিয়াকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, পিকআপ ভ্যানে স্টিলের পাটাতন কেটে সেখানে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। তাদের দেয়া তথ্য মতে পাটাতন কেটে সেখানে লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। তারা জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে একটি পিকআপ ভ্যানে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে রাজধানীর গাবতলী হয়ে মোহাম্মদপুর বেড়িবাঁধ সড়ক দিয়ে কেরানীগঞ্জের অজ্ঞাত এক ক্রেতার কাছে পৌঁছে দেয়া কথা ছিল ইয়াবাগুলো। মোহাম্মদ সাইফুল মালিক জানান, কক্সবাজার থেকে ইয়াবার প্যাকেটগুলো পিকআপ গাড়িতে করে তাদের মাধ্যমে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কেরানীগঞ্জসহ ঢাকার বিভিন্ন জায়গায় তারা ইয়াবা বিক্রি করে আসছে।
×