ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নতুন সাজে মেসেঞ্জার

প্রকাশিত: ০৪:১১, ২৬ অক্টোবর ২০১৮

নতুন সাজে মেসেঞ্জার

নিজেদের চ্যাটিং এ্যাপ মেসেঞ্জারের ইউজার ইন্টারফেইস সহজ করার লক্ষ্যে পুরোপুরি ঢেলে সাজানো একটি সংস্করণ আনছে ফেসবুক। ইতোমধ্যে নতুন এই সংস্করণ পাওয়া শুরু করেছেন ব্যবহারকারীরা। প্রতি মাসে ১৩০ কোটি মানুষের ব্যবহৃত মেসেঞ্জারে আগে আলাদা আলাদা নয়টি ট্যাব ছিল। এখন নতুন সংস্করণে তিনটি ট্যাব রাখা হয়েছে। মঙ্গলবার মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চুডনভস্কি সাংবাদিকদের বলেন, এটি নতুন একটি ভিত্তি যা আমাদের আরও অনেক দ্রুত, অনেক উন্নত আর অনেক ক্ষমতাধর ফিচার বানানো শুরু করার সক্ষমতা দেবে। নতুন ট্যাবগুলো হচ্ছে চ্যাটস, পিপল আর ডিসকভার। চ্যাটস ট্যাবে ব্যবহারকারীরা তাদের আগের আলাপচারিতাগুলো পাবেন ও নতুন আলাপচারিতা শুরু করতে পারবেন। পিপল ট্যাব স্টোরিজ আর সক্রিয় কনটাক্টগুলো দেখাবে। ডিসকভার ট্যাবে গেইম আর ব্যবসায় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলাপচারিতা থাকবে। এখনই অর্থায়নে কোন পরিবর্তনের আশা করছেন না চুডনভস্কি। -অর্থনৈতিক রিপোর্টার
×