ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মনিরুল হক চৌধুরী কারাগারে

প্রকাশিত: ০৬:২৪, ২৫ অক্টোবর ২০১৮

মনিরুল হক চৌধুরী কারাগারে

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৪ অক্টোবর ॥ চৌদ্দগ্রামে পেট্রোল বোমা হামলা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম সামছুল আলম বুধবার এ আদেশ দেন। উল্লেখ্য, ওই বোমা হামলায় ৮ বাসযাত্রী নিহত হয়। এদিকে মনিরুল হক চৌধুরীকে কারাগারে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভ মিছিল করেন দলের কয়েক শ’ নেতা-কর্মী। তারা এ মামলায় মনিরুল হক চৌধুরীকে রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশে আসামি করা হয়েছে দাবি করে অবিলম্বে তার মুক্তির দাবি জানান। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের সামলাতে পুলিশকে হিমশিম খেতে হয়। বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
×