ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এডিএন টেলিকমের নিলাম ৫ নবেম্বর

প্রকাশিত: ০৪:৪৬, ২২ অক্টোবর ২০১৮

 এডিএন টেলিকমের নিলাম ৫ নবেম্বর

অর্থনৈতিক রিপোর্টার ॥ এডিএন টেলিকম লিমিটেডের বিডিং বা নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৫ নবেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে। যা চলবে টানা ৭২ ঘণ্টা। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে। গত ১৪ আগস্ট বুক বিল্ডিং পদ্ধতিতে ইলেক্ট্রনিক বিডিং সম্পাদনের মাধ্যমে কাট অব প্রাইস নির্ধারণের অনুমোদন প্রদান করে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)। কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে। এই অর্থ দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধসহ আইপিও বাবদ খরচ করবে। ৫৭ কোটি টাকার মধ্যে বিএমআরইর জন্য অবকাঠামো উন্নয়নে ৩২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা ব্যয় করবে। ডাটা সেন্টার স্থাপনে ৯ কোটি ৩২ লাখ ৩৬ হাজার টাকা। ঋণ পরিশোধ করা হবে ১২ কোটি ৬ লাখ টাকা। আর আইপিও বাবদ খরচ করা হবে ২ কোটি ৯৫ লাখ টাকা। ২০০৩ সালে ২২ সেপ্টেম্বর বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে এডিএন টেলিকম লিমিটেড। আর ২০১২ সালে ২৫ জুলাই কোম্পানিটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর হয়। কোম্পানিটি মূলত আইএসপি, এমপিএলএস, আইপিএলসি, আইপি টেলিফোনি সরবরাহকারী হিসেবে কাজ করে। কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৬ লাখ টাকা। কোম্পানিটির ৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য হয়েছে ১৬ টাকা ১৩ পয়সা। এককভাবে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৫২ পয়সা। আর সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৩৬ পয়সা।
×