ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফটিকছড়িতে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

প্রকাশিত: ০৪:১৬, ২১ অক্টোবর ২০১৮

ফটিকছড়িতে ডাচ্-বাংলা ব্যাংকের শাখা উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি ॥ উপজেলার নাজিরহাট পৌর এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা ২০ অক্টোবর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌর মেয়র এস এম সিরাজ-উদ-দৌলা। নাজিরহাট ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাসানুল করিম মোস্তফা চেয়ারম্যান, পৌর কাউন্সিলর মোহাম্মদ সোলেমান, অধ্যাপক ইদ্রিস মিয়া, ইউনুস মিয়া, ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নজরুল ইসলাম, এরিয়া ম্যানেজার গোলাম উদ্দিন চৌধুরী, আলী হোসেন। চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে বিএমডব্লিউ অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের সঙ্গে যৌথ মালিকানাধীন ব্রিলিয়ান্স চায়না অটোমেটিভে ৩৬০ কোটি ইউরো বিনিয়োগ করতে যাচ্ছে জার্মানির অটোমোবাইল জায়ান্ট বিএমডব্লিউ। অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগ করা হচ্ছে বলে জানায় প্রতিষ্ঠানটি। ২০২২ সালের মধ্যে এই বিনিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে বিএমডব্লিউ। এর মাধ্যমে ব্রিলিয়ান্স চায়না অটোমেটিভের আরও ২৫ শতাংশ শেয়ারের মালিকানা পাবে প্রতিষ্ঠানটি। চীনের বিনিয়োগ নীতি অনুযায়ী গাড়ি শিল্পে কোন বিদেশী প্রতিষ্ঠান ৫০ শতাংশের বেশি মালিকানা রাখতে পারে না। কিন্তু নতুন বিনিয়োগের পর ৭৫ শতাংশ মালিকানা পাবে বিএমডব্লিউ।
×