ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইটি প্রশিক্ষণে বদলে গেছে সাজিদ ও রুহুলের ভাগ্য

প্রকাশিত: ০৬:৪৪, ২০ অক্টোবর ২০১৮

 আইটি প্রশিক্ষণে বদলে গেছে সাজিদ ও রুহুলের  ভাগ্য

সংবাদদাতা, সৈয়দপুর ১৯ অক্টোবর ॥ সৈয়দপুরে শিক্ষা ও সামাজিক সংগঠন ‘পরিবর্তনের’ এর তথ্য ও প্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে রাজধানী ঢাকার মাইলস্টোন স্কুলে আইটি এক্সিকিউটিভ হিসেবে রুহুল আমিন ও মোঃ সাজিদ নামে দুই যুবক চাকরি করে স্বাবলম্বী হয়েছেন। তাদের মতো এ জনপদের অনেক তরুণ এখন প্রযুক্তির জ্ঞান লব্ধে ঝুঁকেছেন। আইটি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। দেশ ও জাতির প্রধান সম্পদ হলো এর দক্ষ জনশক্তি। দেশে কর্মমুখী শিক্ষার অভাবে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা। কারিগরি ও বিশেষায়িত শিক্ষায় যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের চাকরির বাজারে ভাল চাহিদা আছে। কিন্তু চাহিদানুযায়ী দক্ষ জনবল সরবরাহে বর্তমান বিদ্যমান শিক্ষাব্যবস্থা যথোপযুক্ত ভূমিকা রাখতে পারছে না। ফলে দেশের শিক্ষিত বেকাররা ব্যর্থতা ও হতাশায় আক্রান্ত হচ্ছে। তবে এ সমস্যা থেকে উত্তরণের জন্যই কাজ করছে পরিবর্তন। পরিবর্তন চালু করেছে বিনামূল্যে কম্পিউটার ও আইটি সাপোর্ট প্রশিক্ষণ। যেখানে আইটি প্রশিক্ষণ লাভ করছে পিছিয়ে পড়া ছাত্ররা। পরিবর্তনের সহ-সভাপতি মোঃ আদনান জানান, ইতোমধ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি সাপোর্ট প্রশিক্ষণ করে আমাদের ১ম ব্যাচের দু’জন তাদের কোর্স সম্পন্ন করে ঢাকার মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজের মোহাম্মদপুর শখায় আইটি এক্সিকিউটিভ হিসেবে চাকরি শুরু করেছে। বর্তমানে ২য় ব্যাচের দু’জন প্রশিক্ষণ করছে। আশা করি তারাও তাদের কোর্স সম্পন্ন করার ভাল জায়গায় সুযোগ পাবে। পরিবর্তনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আরিফ আনিস বলেন, আমরা সৈয়দপুরে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রজন্ম গড়ে তোলে বেকারমুক্ত সৈয়দপুর বিনির্মাণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছি। তবে আমাদের কম্পিউটার স্বল্পতার কারণে আমরা অল্পসংখ্যক শিক্ষার্থীকে প্রশিক্ষণের সুযোগ দিতে পারছি।
×