ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হালদায় অভিযান ঘেরা জাল থেকে মা মাছ উদ্ধার

প্রকাশিত: ০৬:৪১, ২০ অক্টোবর ২০১৮

 হালদায় অভিযান ঘেরা জাল থেকে মা মাছ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ১৮ অক্টোবর ॥ বুধবার দিবাগত রাত ২ টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে দেড় হাজার মিটার ঘেরা জালসহ অবৈধভাবে শিকার করা মা মাছ উদ্ধার করেছেন। এ ধরনের অভিযান চালিয়ে তিনি হাটহাজারীতে দৃষ্টান্ত রাখলেন। প্রতিরাতে এ ভাবে ঘেরা জাল পুঁতে অহরহ বিভিন্ন প্রজাতির মা মাছ শিকার করে আসছে মৎস্য শিকারিরা। নবাগত নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাকৃতিক এ মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা রক্ষায় বালু উত্তোলন বন্ধ, ঘেরা জাল জব্দসহ নানা অবৈধ কর্মকান্ড বন্ধে অভিযান অব্যাহত রেখেছেন এবং ভ্রাম্যমাণ আদালত গঠন করে বিভিন্ন মেয়াদে দ-াদেশ দিয়েছেন। ইতোমধ্যে, তিনি হালদা নদীর বিভিন্ন স্পট থেকে অন্তত ২০ হাজার মিটার ঘেরা জাল জব্দ করে তা উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুড়িয়ে ধ্বংস করেন। বুধবার দিবাগত রাত ২টার সময় ঝটিকা অভিযান পরিচালনা করতে গিয়ে ১৫/২০টি মা মাছ আটক করা হয়েছে বলে তাৎক্ষণিক জানা যায়। আটককৃত সব মাছ হালদায় অবমুক্ত করা হয়েছে। অভিযানে নেতৃত্বদানকারী হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, হালদার গড়দুয়ারা নোয়াহাটসহ কয়েকটি এলাকায় রাত ২-৩টার মধ্যে এ অভিযান পরিচালনার কথা স্বীকার করেন। তিনি বলেন, ঘেরা জাল দিয়ে শিকার করা ১৫-২০ টি মা মাছ জব্দ করা হলেও একটি মাছ প্রদর্শন করে পরবর্তীতে সব মাছ অবমুক্ত করা হয়। তিনি আরো জানান, অবমুক্ত সব মা মাছের ওজন ৩ থেকে সাড়ে ৩ কেজি।
×