ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য

প্রকাশিত: ০৭:২০, ১৮ অক্টোবর ২০১৮

বিসিবি একাদশের অধিনায়ক সৌম্য

স্পোর্টস রিপোর্টার ॥ শুক্রবার সাভারের বিকেএসপিতে জিম্বাবুইয়ে দলের বিপক্ষে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিসিবি একাদশ। বিসিবি একাদশের হয়ে নেতৃত্ব দেবেন সৌম্য সরকার। যিনি এশিয়া কাপ খেলে এসে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে দল থেকে বাদ পড়েছেন। বুধবার বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সৌম্য সরকারকে অধিনায়ক করে ১২ জনের দল দিয়েছে বিসিবি। জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে থাকা সদস্যদের মধ্যে তিনজন আছেন এই দলে। অলরাউন্ডার আরিফুল হকের সঙ্গে এই ম্যাচে নিজেকে ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন প্রথমবার জাতীয় দলে আসা ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি। নিজের পেস আক্রমণ শানিয়ে নিতে পারবেন পেসার মোহাম্মদ সাইফউদ্দিনও। এশিয়া কাপের দলে থেকে জিম্বাবুইয়ের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদ পড়া মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন এই প্রস্তুতি ম্যাচের দলে। দলে রাখা হয়েছে ঘরোয়া ক্রিকেটে ফর্মে থাকা ব্যাটসম্যান মিজানুর রহমানকে। ইয়াসিন আরাফাত মিশুর সঙ্গে পেস আক্রমণ সামলাবেন এবাদত হোসেন। সঙ্গে থাকবেন সাইফউদ্দিনও। জিম্বাবুইয়ের বিপক্ষে শুক্রবার সকালে সাভারের বিকেএসপিতে শুরু হবে একদিনের এই প্রস্তুতি ম্যাচ। প্রস্তুতি ম্যাচটি শেষে ২১ অক্টোবর প্রথম ওয়ানডে দিয়ে জিম্বাবুইয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর আগে রাব্বি, আরিফুল ও সাইফউদ্দিন নিজেদের ঝালাই করে নেয়ার সুযোগ পাচ্ছেন। সিরিজের প্রথম ওয়ানডে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। পরের দুটি ওয়ানডে ২৪ আর ২৬ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো দিবারাত্রিতে হবে। ওয়ানডে সিরিজ শেষে ২ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেবে বাংলাদেশ আর জিম্বাবুইয়ে। সিরিজের প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু ৩ নবেম্বর। দ্বিতীয় টেস্ট ১১ নবেম্বর থেকে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রস্তুতি ম্যাচটিতে জিম্বাবুইয়ে শক্তিশালী দলের বিপক্ষেই খেলতে হবে বিসিবি একাদশকে। জিম্বাবুইয়ের ওয়ানডে দলে থাকা অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, শন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, কাইল জারভিস, ব্র্যান্ডন মাভুতা, রিচার্ড এনারাভা, জন নায়ুম্বু, ওয়েলিংটন মাসাকাদজা, তারিসাই মুসাকান্দা, টেন্ডাই সাতারা, কেফাস ঝুওয়াও ও সিকান্দার রাজা খেলবেন প্রস্তুতি ম্যাচে। বিসিবি একাদশ ॥ সৌম্য সরকার (অধিনায়ক), মিজানুর রহমান, ফজলে মাহমুদ রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকির হাসান, আরিফুল হক, আফিফ হোসেন ধ্রুব, সাইফউদ্দিন, ইয়াসিন আরাফাত মিশু, এবাদত হোসেন, মোরশেদুল আক্তার, নাঈম হাসান। ফেডারেশন কাপের গ্রুপিং ড্র শনিবার স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ব্যবস্থাপনায় আয়োজিত ‘ফেডারেশন কাপ’-এর খেলা আগামী ২৭ অক্টোবর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতার ড্র অনুষ্ঠান আগামী শনিবার বেলা ১২টায় মতিঝিস্থ বাফুফে ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
×