ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঐক্যফ্রন্টের মাধ্যমে জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে ॥ মির্জা ফখরুল

প্রকাশিত: ০৬:৪৬, ১৮ অক্টোবর ২০১৮

ঐক্যফ্রন্টের মাধ্যমে  জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে ॥ মির্জা ফখরুল

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৭ অক্টোবর ॥ বাংলাদেশে দেশে শীঘ্রই শান্তি ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা হবে; এমন আশাবাদ ব্যক্ত করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার এবং মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্যই জাতীয় ঐক্যফ্রন্ট গড়তে হয়েছে। এই ঐক্যফ্রন্টের মাধ্যমে সমগ্র জাতিকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ ও পুনরুদ্ধার করা সম্ভব হবে। মির্জা ফখরুল আজ (বুধবার) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্নি পূজাম-প পরিদর্শনের পর শহরে তার নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এই আশাবাদ ব্যক্ত করেন। এ সময় তিনি বলেন, দেশে গণতান্ত্রিক স্পেস ক্রমেই সংকুচিত হচ্ছে। এখন আর এর কোন কিছুই অবশিষ্ট নেই বললেই চলে। এ জন্য আমরা বলেছি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, সংসদ ভেঙ্গে দিতে হবে, নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে, ইভিএম ব্যববহার করা চলবে না এবং নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করতে হবে। এসব দাবি ঐক্যফ্রন্টের মাধ্যমে আদায় করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, আমরা আশাবাদী জাতীয় ঐক্যফ্রন্টের মাধ্যমে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করা সম্ভব হবে। এ ছাড়া ঐক্যফ্রন্টের আন্দোলনের মাধ্যমে একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী খালেদা জিয়াসহ বিএনপি নেতাকর্মীদের কারাগার থেকে মুক্ত করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করা হবে। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, জগতের সমস্ত অন্যায়-অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে যেমন দেবী দুর্গা সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করছেন এবং অসুর বধ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সকল অন্যায়-অত্যাচার পরাজিত হবে এবং শুভ বুদ্ধি ও সত্যের জয় হবে। পূজাম-প পরিদর্শনকালে মির্জা ফখরুল হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং দেশের মঙ্গল কামনা করে হিন্দু সম্প্রদায়ের সকলকে প্রার্থনা করার আহ্বান জানান। এ সময় জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×