ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যাত্রানট মিলন কান্তি দের একক অভিনয় আজ

প্রকাশিত: ০৩:৫৭, ১৫ অক্টোবর ২০১৮

 যাত্রানট মিলন কান্তি দের একক অভিনয় আজ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ১১ দিনব্যাপী গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব আয়োজনের সমাপনী আজ। সমাপনী দিবসে আজ বিকেল ৫টায় উৎসবের মুক্তমঞ্চে একক অভিনয় প্রদর্শন করবেন বিশিষ্ট যাত্রাভিনেতা মিলন কান্তি দে। বাংলাদেশ ও ভারতে যাত্রাশিল্পে তিনিই একক অভিনয় ধারার প্রবর্তক এবং এটি তিনি প্রথম চালু করেন ২০০৮ সালে ‘আমি অমলেন্দু বিশ্বাস’ একক যাত্রাপালা অভিনয়ের মধ্য দিয়ে। মিলন কান্তি দে বলেন, গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসব দুই বাংলার সংস্কৃতিকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব মেলবন্ধন সৃষ্টি করেছে। পাশাপাশি আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য ও সাম্য মৈত্রীর বন্ধন সুদৃঢ় করার ক্ষেত্রে এক ঐতিহাসিক যোগসূত্র রক্ষা করে চলেছে। এই সর্বজনীন উৎসবে একক অভিনয় প্রদর্শনের সুযোগ দেয়ায় আমি অভিভূত, উৎসব পর্ষদের কাছে কৃতজ্ঞ। মুক্তমঞ্চে তিনি ৬টি যাত্রাপালার অংশবিশেষ একক অভিনয় করবেন। পালাগুলো হচ্ছে ‘আনারকলি’, ‘সোহরাব-রুস্তম’, ‘মাইকেল মধুসূদন’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘একটি পয়সা’ ও ‘আমি অমলেন্দু বিশ্বাস’। এছাড়া আগামী ২৮ অক্টোবর গাজীপুর জেলার মাওনা চৌরাস্তায় ‘অশ্রু দিয়ে লেখা’ যাত্রাপালায় এবং ৫ নবেম্বর চট্টগ্রামের উত্তর কাট্টলীতে সুদর্শন চক্রবর্তীর পরিচালনায় ‘মঙ্গলচন্ডী’ পৌরাণিক নাটকে অভিনয় করবেন মিলন কান্তি দে।
×