ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সম্মাননা পেলেন তিন গুণী

প্রকাশিত: ০৩:৫৬, ১৫ অক্টোবর ২০১৮

 সম্মাননা পেলেন তিন গুণী

স্টাফ রিপোর্টার ॥ লাইফ টাইম এ্যাচিভম্যান্ট এ্যাওয়ার্ডে ভূষিত হলেন দেশের প্রখ্যাত তিন গুণী। এরা হলেন অভিনেতা, নির্দেশক সৈয়দ হাসান ইমাম, নন্দিত নাট্যাভিনেতা ও নাট্য নির্দেশক আলী যাকের এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সঙ্গীতশিল্পী রুনা লায়লা। সম্প্রতি এক বর্ণাঢ্য আয়োজনে এই তিন গুণীজনের হাতে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ডেইলি স্টার লাইফটাইম এ্যাচিভম্যান্ট’ এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের কাছ থেকে তারা তিনজন এই সম্মাননা গ্রহণ করেন। পুরো অনুষ্ঠানের সমন্বয়কারী ছিলেন রাফি হোসেন। সৈয়দ হাসান ইমাম বলেন, আমি সত্যিই ভীষণ আনন্দিত। যারা আমাকে সম্মানিত করেছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আলী যাকের বলেন, নি:সন্দেহে খুবই ভাল লাগছে। এই এ্যাওয়ার্ড সত্যিই সম্মানের। রুনা লায়লা বলেন, এমন নান্দনিক একটি অনুষ্ঠানের আয়োজনের মধ্যদিয়ে আমাকে সম্মানিত করার জন্য আয়োজকদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। রাজধানীর বসুন্ধরার নবরতœ হলে এই এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মিতালী মুখার্জি।
×