ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে গণহত্যার শিকারদের ‘শহীদ’ মর্যাদা দাবি

প্রকাশিত: ০৬:১৯, ১৪ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জে গণহত্যার শিকারদের ‘শহীদ’ মর্যাদা দাবি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদরের হাতে গণহত্যার শিকার প্রত্যেককে ‘শহীদ’ মর্যাদার দাবিতে তাদের পরিবারের সদস্যরা শনিবার সকালে সিরাজগঞ্জে সমাবেশে করেছে। সিরাজগঞ্জে গণহত্যা অনুসন্ধান কমিটি এই সমাবেশের আয়োজন করে। শহরের শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও সাংবাদিক সাইফুল ইসলাম। জাতীয় পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় বৈরী আবহাওয়া উপেক্ষা করে গণহত্যার শিকার প্রায় চার শ’ পরিবারের সদস্যদের একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে। পরে সমাবেশে যোগ দিয়ে আবেগাপ্লুত হয়ে বক্তব্য রাখেন অনেক পরিবারের সদস্য। তারা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকি হানাদার ও তাদের দোসর রাজাকার আলবদরের হাতে গণহত্যার শিকার প্রত্যেককে ‘শহীদ’ মর্যাদার দাবি জানান। মুক্তিযোদ্ধা আশরাফুল ইমলাম চৌধুরী জগলু ও নবকুমার কর্মকারের সঞ্চালনায় সমাবেশে শহীদ পরিবারের সদস্য ও শহীদ আবুল কালাম আজাদের দুই বোন, শহীদ ইঞ্জিনিয়ার আহসান হাবীবের ছোট ভাই গিয়াস উদ্দিন মাখন, আব্দুস সোবহানের ছেলে সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ অনেক পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন এবং নিজেদের শহীদ পরিবারের সদস্য দাবি করেন এবং শহীদ পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বগুলো পালনের জোর দাবি জানান। সমাবেশে গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধে পাক বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করে তাদের শহীদ পরিবারের মর্যাদা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য। একই সঙ্গে শহীদদের তালিকা প্রস্তুত, শহীদদের মর্যাদার দাবি এবং মুক্তিযুদ্ধে শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সংগঠিত করা, গণহত্যার স্থান চিহ্নিত করার জন্যই আজকের এই সমাবেশে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আলী কবির হায়দার মনজু, পলাশডাঙ্গা যুব শিবিরের কমান্ডার ইন চীফ গাজী সোহরাব আলী সরকার, ডেপুটি কমান্ডার ইন চীফ এ্যাডবোকেট বিমল কুমার দাস, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য্য, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট জুলফিকার আজাদ, মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সুকুমার চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন, প্রমুখ।
×