ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলা

ফাঁসির আসামি হানিফের বাস বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

প্রকাশিত: ০৫:৪৮, ১৪ অক্টোবর ২০১৮

ফাঁসির আসামি হানিফের বাস বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ১৩ অক্টোবর ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলার ফাঁসির আসামি হানিফ পরিবহনের মালিক মোঃ হানিফের দূরপাল্লার বাস চট্টগ্রাম-কক্সবাজার রুটে বন্ধ করে দিয়েছে ছাত্রলীগ। শনিবার দুপুরে শাহ আমানত তৃতীয় সেতুর উত্তর পাড়ে হানিফ পরিবহনের কাউন্টার বন্ধ করার পর দূরপাল্লার হানিফ বাস কক্সবাজার রুটে বন্ধ হয়ে যায়। তবে অন্য মালিকাধীন হানিফ সুপারের যাত্রীবাহী বাস চলাচল করছে। পরিবহন মালিক সমিতির মহাসচিব আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, একুশে আগস্ট গ্রেনেড হামলার রায়ে ১৯ জনকে ফাঁসি, ১৯ জনকে যাবজ্জীবন কারাদ- ও ১১ জনকে ভিন্নমেয়াদে কারাদ- দেয়া হয়েছে। ফাঁসির তালিকায় রয়েছে হানিফ পরিবহনের মালিক মোঃ হানিফ। রায় ঘোষণার পর পটিয়াসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বাস্তবায়নের জন্য মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। শনিবার দুপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ফাঁসির আসামি মোহাম্মদ হানিফের দূরপাল্লার বাস কাউন্টারে তালা ঝুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি পরিবহন মালিক গ্রুপকে সহযোগিতা না করে খারাপ আচরণ করে থাকেন। এক পর্যায়ে আওয়মী লীগ নেতা আবুল কালাম আজাদকে নাকি ‘রাজাকার’ ডেকেছেন। তবে বিষয়টি অস্বীকার করেছেন বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী। তিনি জানিয়েছেন, ফাঁসির আসামির হানিফ পরিবহনের কাউন্টারে কে বা কারা তালা লাগিয়ে দিয়েছে। এরপর পরিবহন মালিক গ্রুপের আবুল আবুল কালাম ওসিকে হুমকিস্বরূপ কথা বলেন। ওসি প্রণব চৌধুরী পরিবহন মালিক গ্রুপের আবুল কালামকে বলেছেন, ফাঁসির মৃত্যুদ-প্রাপ্ত আসামির পক্ষে কেন নিয়েছেন? রাতে এই রির্পোট লেখা পর্যন্ত শাহ আমানত সেতুর উত্তর পাড়ের হানিফ পরিবহনের কাউন্টার বন্ধ রয়েছে বলে বাকলিয়া থানার ওসি জানিয়েছেন। ট্রাফিক পরিদর্শক (চট্টগ্রাম দক্ষিণ) শাহ মোঃ আরিফুর রহমান বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলার ফাঁসির দ-প্রাপ্ত আসামি ও হানিফ পরিবহনের মালিক মোঃ হানিফের একটি কাউন্টার কে বা কারা বন্ধ করে দিয়েছে। তবে অন্য মালিকাধীন হানিফ গাড়ি চলাচল করছে।
×