ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকং ওপেনের শেষ আটে গ্যাব্রিলোভা-মুগুরুজা

প্রকাশিত: ০৭:৩৩, ১২ অক্টোবর ২০১৮

হংকং ওপেনের শেষ আটে গ্যাব্রিলোভা-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ হংকং ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন গারবিন মুগুরুজা, দারিয়া গ্যাব্রিলোভা, ঝ্যাং শুয়াই এবং ওয়াং কিয়াং। শেষ ষোলোতে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজা খুব সহজেই পরাজিত করেন রোমানিয়ার আনা বোগদানকে। অস্ট্রেলিয়ার দারিয়া গ্যাব্রিলোভা এদিন কঠিন লড়াইয়ের পর বিদায় করেন মনিকা নিকুলেস্কুকে। আর চীনের দুই তারকা ঝ্যাং শুয়াই লেসলি কার্খোভকে এবং ওয়াং কিয়াং ম্যাকহেলকে বিদায় করে হংকং ওপেনের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন। হংকং ওপেনের ফেবারিট হিসেবেই কোর্টে নামেন স্পেনের টেনিস খেলোয়াড় গারবিন মুগুরুজা। শুরু থেকে খেলছেনও দুর্দান্ত। টানা দুই জয়ের পর বুধবার কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন তিনি। প্রতিপক্ষকে মুগুরুজা এদিন ৬-২ এবং ৬-১ গেমে পরাজিত করেন রোমানিয়ার অখ্যাত খেলোয়াড় আনা বোগদানকে। তবে বৃষ্টির কারণে ম্যাচটা শুরু হয় এদিন নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা মুগুরুজা এদিন কোর্ট থেকে যখন বের হন তখন ঘড়িতে সময় রাত ১০টা ২১ মিনিট। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতেই সন্তুষ্ট এই স্প্যানিয়ার্ড। যদিওবা এমন পরিস্থিতিতে টেনিসে মনোযোগ রাখাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার বলে জানান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক এই নাম্বার ওয়ান। মুগুরুজা টেনিস কোর্টে দারুণ সময় পার করছেন গত কয়েক মৌসুম ধরেই। এই সময়ের মধ্যেই যে দুটি মেজর শিরোপার দেখা পান তিনি। উইম্বলডন ও ফ্রেঞ্চ ওপেনের সাবেক এই চ্যাম্পিয়নের সামনে বাধা এখন থাইল্যান্ডের লুকসিকা কুমখুম। শেষ ষোলোতে বুধবার তিনি ৬-৪, ৪-৬ এবং ৭-৬ (৭/৫) গেমে পরাজিত করেন ফ্রান্সের এ্যালিজ কোর্নেটকে। তবে ম্যাচটা মোটেও সহজ ছিল না। বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৪৪ নম্বরের খেলোয়াড় এ্যালিজ কোর্নেট। টেনিস কোর্টে গত কয়েক বছর ধরেই আলোনায় রয়েছেন তিনি। কিন্তু থাইল্যান্ডের এই অখ্যাত খেলোয়াড়ের কাছে যে হেরে যাবেন কোর্নেট তা অনেকেই ভাবতে পারেননি। যদিওবা শেষ পর্যন্ত তিন সেটের লড়াইয়ে হার মানতে বাধ্য হন এই ফ্রেঞ্চ তারকা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘সত্যিই পাগলাটে একটা ম্যাচ খেললাম। ম্যাচের দৃশ্য বারবার পরিবর্তন হয়েছে।’ এদিকে টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করলেন দারিয়া গ্যাব্রিলোভাও। অস্ট্রেলিয়ার এই তারকা খেলোয়াড় শেষ ষোলোতে রোমানিয়ার মনিকা নিকুলেস্কুর মুখোমুখি হয়েছিলেন। কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত তিন সেটের ম্যাচে নিকুলেস্কুকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন গ্যাব্রিলোভা।
×