ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধন করতে শনিবার মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৫:৩৩, ১০ অক্টোবর ২০১৮

পদ্মা সেতুর রেল প্রকল্প উদ্বোধন করতে শনিবার মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর রেলওয়ে প্রকল্পের কাজসহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করতে আগামী শনিবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে মঙ্গলবার মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি পদ্মা সেতু সার্ভিস এরিয়া-১’র সভাকক্ষে এক চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ঢাকা বিভাগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মহিবুল হক নওফেল চৌধুরী, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দায়িত্ব প্রাপ্ত চীফ সিকিউরিটি অফিসার কর্নেল সাদী, প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শেখর, মুন্সীগঞ্জ পুলিশ সুপার মোহম্মাদ জায়েদুল, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের, লৌহজং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ শিকদার, আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক গোলাম সারোয়ার কবীরসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দ। সভা শেষে তারা উদ্বোধনস্থল ঘুরে দেখেন।
×