ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তথ্যপ্রযুক্তি খাতে ১৭ হাজার জনশক্তি তৈরি করেছে চসিক

প্রকাশিত: ০৬:২৭, ৯ অক্টোবর ২০১৮

তথ্যপ্রযুক্তি খাতে ১৭ হাজার জনশক্তি তৈরি করেছে চসিক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ তথ্য ও প্রযুক্তি খাতে সাড়ে ১৭ হাজারেও অধিক দক্ষ জনশক্তি তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এই জনশক্তি দেশ ও দেশের বাইরে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। নগরবাসীর মাঝে সুলভে এই মানসম্মত তথ্য প্রযুক্তি শিক্ষাসেবা নিশ্চিতের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ার অগ্রযাত্রায় সহযোগী হয়েছে সিটি কর্পোরেশন। চসিক কম্পিউটার ইনস্টিটিউটের কোর্স সমাপনী অনুষ্ঠানে কথাগুলো বলেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। সোমবার চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেয়র বলেন, তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ দক্ষ জনশক্তি গড়তে সিটি কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট নেতৃত্বের স্থানে রয়েছে। স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তির আলোয় আলোকিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে কর্পোরেশন কম্পিউটার ইনস্টিটিউট তথ্য-প্রযুক্তি খাতে তৈরি করেছে সাড়ে ১৭ হাজারেরও অধিক দক্ষ জনশক্তি, যারা কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে। কাউন্সিলর নাজমুল হক ডিউকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, মোহাম্মদ গিয়াস উদ্দিন, কলেজের অধ্যক্ষ শাহেদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চসিক কম্পিউটার ইনস্টিটিউট পরিচালক আনিছ আহমদ।
×