ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার জামিন বাতিল বিষয়ে আদেশ ১৪ অক্টোবর

প্রকাশিত: ০৫:২৯, ৮ অক্টোবর ২০১৮

খালেদা জিয়ার জামিন বাতিল বিষয়ে আদেশ ১৪ অক্টোবর

স্টাফ রিপোর্টার ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন বাতিল হবে কি না- এ বিষয়ে আদেশের জন্য আগামী ১৪ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১ মামলার শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৮ অক্টোবর শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছে আদালত। অন্যদিকে সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে গত সেপ্টেম্বর মাসে করা চার হাজার মামলা এবং তিন লাখেরও বেশি লোককে আসামি করার বিষয়ে তদন্ত চেয়ে রিটের শুনানির জন্য আজ সোমবার দিন ধার্য করেছে হাইকোর্ট। এদিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এক সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রবিবার হাইকোর্ট ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে।
×