ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনুদান পেলেন ড্যানি রাজ

প্রকাশিত: ০৪:৫০, ৮ অক্টোবর ২০১৮

অনুদান পেলেন ড্যানি রাজ

স্টাফ রিপোর্টার ॥ দেশীয় চলচ্চিত্রের সাড়া জাগানো খল অভিনেতা ড্যানি রাজ। তার আসল নাম সরোয়ার উদ্দিন। দুই শতাধিক চলচ্চিত্রে নেতিবাচক চলচ্চিত্রে অভিনয় করে তিনি নন্দিত হয়েছেন। তবে দুই বছরের অধিক সময় ধরে অসুস্থতার কারণে তিনি চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। তার হার্টে তিনটি রিং বসানো এবং সিআরটি করানো। তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে ডেকে অনুদানের চেক তুলে দেন ঢাকাই চলচ্চিত্রের পরিচিত এই অভিনেতার হাতে। যেটি সঞ্চয়ী পত্র হিসেবে প্রতি মাসে একটি করে কিস্তি চিকিৎসার জন্য পাবেন ড্যানি রাজ। তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে হৃদরোগ ইনস্টিটিউটে ড্যানি রাজ চিকিৎসা নিচ্ছেন। কিন্তু অবস্থার উন্নতি হচ্ছে না। চিকিৎসকরা তাকে দেশের বাইরে থেকে উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দেন। ড্যানি রাজ বলেন, প্রধানমন্ত্রী আমাকে নতুন করে বাঁচার আলো দেখিয়েছেন। এই কৃতজ্ঞতা আমি কেমন করে প্রকাশ করব জানা নেই। শিল্পী ঐক্যজোটের সভাপতি ও অভিনেতা ডি এ তায়েবের নির্দেশে সংগঠনটির সাধারণ সম্পাদক ও নাট্য নির্মাতা জিএম সৈকতের তত্ত্বাবধানে গেল মাসের মাঝামাঝি সময়ে চিকিৎসার জন্য অনুদান চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন ড্যানি রাজ। শিল্পী ঐক্যজোটের তরফ থেকে পৌঁছে দেয়া ওই আবেদনে একমাসের মধ্যে প্রধানমন্ত্রীর সাড়া পেলেন ড্যানি রাজ। অনুদান গ্রহণের সময় উপস্থিত ছিলেন শিল্পী ঐক্যজোটের সাধারণ সম্পাদক নাট্য নির্মাতা জিএম সৈকত।
×