ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের বিক্ষোভ, ভাংচুর

প্রকাশিত: ০৪:৩৮, ৮ অক্টোবর ২০১৮

  ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা  শিক্ষার্থীদের  বিক্ষোভ, ভাংচুর

স্টাফ রিপোটার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আলেমদের সম্পর্কে বাউল শামছেল হক চিশতীর কটূক্তি নিয়ে শহরের বিভিন্ন স্থানে শনিবার রাতে বিক্ষোভ করেছে মাদ্রাসা শিক্ষার্থীরা। এ সময় বাউল শামছেল হক চিশতীকে বহনকারী গাড়ি ভাংচুর করে। পরিস্থিতি সামাল দিতে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়। পরে রাত সাড়ে ১১টায় পুলিশ তাকে ছেড়ে দেয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার রাত ৯টায় স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে উন্নয়ন মেলার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় ইউটিউবের একটি প্রচলিত ইসলামিক গান পরিবেশনের সময় বাউল চিশতী কটূক্তি করলে ঘটনার সূত্রপাত হয়। এ সময় উপস্থিত মাদ্রাসা ছাত্ররা এর প্রতিবাদ করে। পরে খবর পেয়ে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা থেকে বিপুল সংখ্যক ছাত্র সেখানে উপস্থিত হয়ে তাকে অবরুদ্ধ করে রাখে।
×