ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দ. আফ্রিকায় ছুরিকাঘাতে বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যা

প্রকাশিত: ০৪:৩৭, ৮ অক্টোবর ২০১৮

 দ. আফ্রিকায়  ছুরিকাঘাতে  বাংলাদেশী ব্যবসায়ীকে হত্যা

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৭ অক্টোবর ॥ মির্জাপুরের যুবক দক্ষিণ আফ্রিকায় ব্যবসায়ী টিটু খানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের হাসমত খানের ছেলে। একযুগেরও বেশি সময় ধরে টিটু তার দুই ভাই রঞ্জু খান ও মিঞ্জু খান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। নিহত টিটু খানের বড় ভাই রঞ্জু খান জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার ম্যাসিনা প্রদেশের মাসিছি শহরে দীর্ঘদিন ধরে টিটু বসবাস করতেন এবং নিজের ব্যবসা পরিচালনা করতেন। শনিবার সন্ধ্যায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ ক্যাশ নিয়ে বাসায় যাচ্ছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তার পেটে ও মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই টিটুর মৃত্যু হয়। এ সময় দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা টাকা-মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এদিকে টিটুর মৃত্যুর খবর পৌঁছার পর গ্রামের বাড়ি উপজেলা সদরের বাওয়ার কুমারজানীতে শোকের ছায়া নেমে আসে। টিটু খানের মাগফিরাত নামে ৭ বছরের এক পুত্রসন্তান রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে টিটুর মরদেহ দেশে পাঠানো হবে বলে আফ্রিকায় অবস্থানরত তার ভাই মিঞ্জু খান জানিয়েছেন।
×