ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রেনেড হামলা মামলার রায়

চট্টগ্রামে ১৭ পয়েন্টে অবস্থান নেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৬:৩১, ৭ অক্টোবর ২০১৮

চট্টগ্রামে ১৭ পয়েন্টে অবস্থান নেবে আওয়ামী লীগ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ একুশ আগস্ট গ্রেনেড হামলার রায়কে সামনে রেখে আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের সম্ভাব্য অবস্থান নিয়ে এক ধরনের অজানা আশঙ্কা বিরাজ করছে চট্টগ্রামে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হতে পারে, এমন ধারণায় প্রতিবাদী কর্মসূচীর প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলটি এদিন নগরীতে সমাবেশ করতে চায়। লালদীঘি কিংবা কাজির দেউড়ি মোড়ে সমাবেশের অনুমতি না পেলে তা অনুষ্ঠিত হবে দলীয় কার্যালয় প্রাঙ্গণে। অপরদিকে, ৯ থেকে ১১ অক্টোবর নগরীর ১৭টি পয়েন্টে অবস্থান নিয়ে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দলের কার্যকরী কমিটির সভায় বলেছেন, ১০ অক্টোবর ২১ আগস্টের নারকীয় বোমা হামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে কোন অপশক্তি নাশকতা বা ধ্বংসাত্মক কর্মকা- চালাবার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে জিরো টলারেন্স ভূমিকা নিয়ে থাকবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক্ষেত্রে ষড়যন্ত্রকারীদের কোন ছাড় দেয়া হবে না। জনগণের জানমাল রক্ষায় তাৎক্ষণিকভাবে যা করা প্রয়োজন তা-ই করবে আওয়ামী লীগ। ৯ থেকে ১১ অক্টোবর নেতাকর্মীরা রাজপথে থাকবেন। আওয়ামী লীগ সূত্রে জানা যায়, মহানগরীর ১৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দলের নেতাকর্মী ও সমর্থকরা সার্বক্ষণিকভাবে অবস্থান নেবেন। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। অপরদিকে, রায় ঘোষণার দিনে নগরীর যে কোন স্থানে সমাবেশ করতে চায় নগর বিএনপি। এক্ষেত্রে তাদের প্রথম পছন্দ লালদীঘি মাঠ। তবে তা না হলে কাজির দেউড়ি মোড়ে সমাবেশের ইচ্ছা দলটির। তবে সবকিছু নির্ভর করছে প্রশাসনের কাছ থেকে অনুমতি লাভের ওপর। অনুমতি না পেলে নুর আহমদ সড়কের নাছিমন ভবনস্থ’ দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হতে পারে। মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন জানান, গত ৪ অক্টোবর লালদীঘি মাঠ অথবা কাজির দেউড়ি এলাকায় একটি সমাবেশ করার জন্য প্রশাসনের কাছ থেকে অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় কার্যালয়ের সামনে সেই কর্মসূচী পালন করতে হয়েছে। প্রশাসন বলেছে, ২-৩ দিনের মধ্যে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে। আমরা ১০ তারিখেই সমাবেশ করতে চাই। পুলিশ প্রশাসন জানিয়েছে, বিএনপিকে সুবিধাজনক যে কোন সময়ে একটি সমাবেশের অনুমতি দেয়া হবে। কিন্তু সেই দিনক্ষণ এখনও নির্ধারিত হয়নি। ১০ অক্টোবর মামলার রায়কে কেন্দ্র করে কোন ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি যেন না হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য কেন্দ্র থেকে নির্দেশনা রয়েছে। পুলিশও সর্বোচ্চ সতর্কতায় থাকবে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় নগরীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে।
×