ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফ্রান্স ইন্টারপোল প্রধান নিখোঁজের তদন্ত শুরু করেছে

প্রকাশিত: ০৬:০৩, ৭ অক্টোবর ২০১৮

ফ্রান্স ইন্টারপোল প্রধান নিখোঁজের তদন্ত শুরু করেছে

আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের প্রেসিডেন্ট মেং হোংউইর (৬৪) সন্ধানে তদন্ত শুরু করেছে ফ্রান্স। গত ২৫ সেপ্টেম্বর থেকেই চীনা এ নাগরিকের সন্ধান নেই বলে জানিয়েছেন তার স্ত্রী। ফরাসী শহর লিঁওর ইন্টারপোল সদর দফতর থেকে বের হয়ে চীনে রওনা হওয়ার পর থেকেই তিনি নিখোঁজ হয়েছেন। খবর বিবিসির। মেং ‘ফ্রান্সে নেই’, চীনা বিমান বন্দরে নামার পরপরই তাকে আটক করা হয়েছে বলে ধারণা ফরাসী কর্মকর্তাদের। ইন্টারপোল প্রধানকে জিজ্ঞাসাবাদের জন্য ‘তুলে নেয়া হয়েছে’ এক সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। কি কারণে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিংবা কোথায় তাকে আটক রাখা হয়েছে তা নিশ্চিত হতে পারেনি হংকংভিত্তিক এ সংবাদমাধ্যমটি। শি জিনপিং চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) প্রধান হওয়ার পর থেকে দুর্নীতি ও অবৈধ কর্মকা-ের সঙ্গে জড়িত দেশটির অসংখ্য কর্মকর্তাকে আটক ও সাজা দিয়েছে চীন সরকার। চূড়ান্ত অভিযোগ উত্থাপনের আগ পর্যন্ত চীনা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করার বিষয়ে কঠোর গোপনীয়তা বজায় রাখেন। সিপিসির জ্যেষ্ঠ কর্মকর্তা মেং তাদের হেফাজতে আছে কি না, কিংবা কি নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বিষয়ে মুখ খোলেননি চীনের কর্মকর্তারা। মেংয়ের স্ত্রী ফরাসী পুলিশের কাছে ইন্টারপোল প্রধানের ‘নিখোঁজের’ বিষয়টি জানানোর পর ফ্রান্স তদন্ত কার্যক্রম শুরু করে।
×