ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধর্মগুরুর শরণাপন্ন সরফরাজরা!

প্রকাশিত: ০৫:৪৪, ৬ অক্টোবর ২০১৮

ধর্মগুরুর শরণাপন্ন সরফরাজরা!

স্পোর্টস রিপোর্টার ॥ রাত পোহালে দুবাইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। আরব আমিরাত এমনিতে পাকিদের জন্য পয়মন্ত ভেন্যু। এখানে দলটির সাফল্য ঈর্ষণীয়। এরপরও দুই টেস্টের সিরিজ সামনে রেখে আত্মবিশ্বাস ফেরাতে ধর্মগুরুর শরণাপন্ন সরফরাজ আহমেদের দল। সেটি যে সদ্য সমাপ্ত এশিয়া কাপে ভরাডুবির জন্য বলাইবাহুল্য। বক্তব্য রাখছেন একজন ধর্মীয় শিক্ষক। সামনে বসে তার কথাগুলো একাগ্রচিত্তে হৃদয়ঙ্গম করছেন এক দল ছাত্র। মিডিয়ায় প্রকাশিত ছবিটা অন্তত তাই বলছে, শিক্ষকের কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন বাধ্য ছাত্ররা। হ্যাঁ, ছাত্রদের নিয়ে শিক্ষকের ক্লাসই বটে। তবে মেঝেতে বসে শিক্ষকের কথা একাগ্রচিত্তে শ্রবণ করা এই ছাত্ররা স্কুল-কলেজের আসল ছাত্র নন। এরা পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটার। আর তাদের সামনে বসা শিক্ষক হলেন পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের আগে স্বদেশী এই ধর্মগুরুর কাছে দোয়া নিতে গিয়েছিলেন পাকিস্তানী ক্রিকেটাররা। পাকিস্তানের সাম্প্রতিক পারফর্মেন্স খুবই হতাশাজনক। ক’দিন আগে শেষ হওয়া এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে সরফরাজ আহমেদের দল। ৫ ম্যাচের তিনটিতেই হেরেছে। তার মধ্যে চিরশত্রু ভারতের কাছে দুইবার নাস্তানাবুদ হয়েছে। অন্য হারটি বাংলাদেশের কাছে। যে হারে ভেঙ্গে যায় পাকিস্তানীদের ফাইনালে খেলার স্বপ্ন। বিপরীতে জয় দুটি পুঁচকে হংকং ও আফগানিস্তানের বিপক্ষে। সেই হতাশা নিয়েই অস্ট্রেলিয়ার কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে সরফরাজের দলকে। এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ও ৩ ম্যাচের টি২০ সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। ৭ অক্টোবর থেকে দুবাই টেস্ট দিয়ে শুরু হচ্ছে সিরিজ। কঠিন এই সিরিজের আগে মনোবল বাড়াতেই কিনা ধর্মগুরু তারিক জামিলের স্মরণাপন্ন হন পাকিস্তানী ক্রিকেটাররা।
×