ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর মুকওয়েজি ও ইয়াজিদী নারী নাদিয়া

প্রকাশিত: ০৫:২২, ৬ অক্টোবর ২০১৮

 শান্তিতে নোবেল পেলেন কঙ্গোর মুকওয়েজি ও ইয়াজিদী নারী নাদিয়া

জনকণ্ঠ ডেস্ক ॥ যুদ্ধক্ষেত্রে যৌন সন্ত্রাস বন্ধে বিশ্বব্যাপী জনমত সৃষ্টি করার স্বীকৃতি হিসেবে এ বছর শান্তিতে নোবেল জিতলেন ইরাকের ইয়াজিদী সম্প্রদায়ের নাদিয়া মুরাদ ও কঙ্গোর স্ত্রীরোগ বিশেষজ্ঞ ‘রেপ সার্জন’ হিসেবে খ্যাত ডেনিস মুকওয়েজি। নাদিয়া ও মুকওয়েজি যুদ্ধ ও সংঘাতের সময় ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই চালিয়ে আসছেন। শুক্রবার অসলোর নরওয়েজিয়ান নোবেল কমিটি ২০১৮ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য তাদের নাম ঘোষণা করে। নাদিয়া মুরাদ আইএস জঙ্গীদের কব্জায় থাকার সময় ধর্ষণের শিকার হন এবং কৌশলে পালিয়ে আসেন। এরপর ২৫ বছর বয়সী নাদিয়া ইয়াজিদীদের মুক্তির প্রতীকে পরিণত হন। পাকিস্তানের মালালা ইউসুফজাইয়ের পর তিনিই সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল জিতলেন। -খবর বিবিসি ও এএফপির ৬৩ বছর বয়সী ডেনিস মুকওয়েজি কঙ্গোতে গণধর্ষণের শিকার নারীদের শারীরিক ক্ষত সারিয়ে তুলতে ভূমিকা রাখেন। খবরে বলা হয়েছে, এ পর্যন্ত কয়েক হাজার গণধর্ষণের শিকার নারীকে চিকিৎসা সেবা দিয়েছেন তিনি। অসলোর নোবেল কমিটির চেয়ারম্যান ব্রেইন রেইস এন্ডারসন বলেন, ধর্ষণকে যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহারের বিরুদ্ধে নাদিয়া মুরাদ ও ডেনিস মুকওয়েজির প্রচেষ্টার জন্য এই পুরস্কার দেয়া হয়েছে। নাদিয়া ও মুকওয়েজিকে এ বছর শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার এই সিদ্ধান্তকে স্বাগত জাতিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তিত্ব। জাতিসংঘের মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি বলেন, নোবেল কমিটির এই সিদ্ধান্ত পুরোপুরি সঠিক। কারণ এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী যৌন সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে অন্যদের অনুপ্রেরণা যোগাবে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, তাদের সাহস, সহানুভূতি ও মানবতাবোধের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ধন্যবাদ। জার্মান চ্যান্সেলর এ্যাঙ্গেলা মেরকেলের মুখপাত্র স্তেফান সেইবার্ট বলেন, নাদিয়া ও মুকওয়েজি দুজনই এবছর শান্তির নোবেল জেতায় ভাল হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট ব্রাহাম সালেহ নোবেল কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, যে সব ইরাকী সন্ত্রাস গোঁড়ামির বিরুদ্ধে লড়ছে এই সম্মান তাদের জন্য। শুক্রবার নোবেল কমিটির এই ঘোষণার কথা মুকওয়েজি যখন শোনেন তখন তিনি হাসপাতালে এক নারীকে অস্ত্রোপচার করছিলেন। এ বছরসহ আরও ছয়বার নোবেলের তালিকায় তার নাম ওঠে। এ বছর নোবেল জেতার খবরে তিনি বলেন, এই খবরে আমি অত্যন্ত খুশি। ইরাকের উত্তরাঞ্চলীয় এক ছোট্ট গ্রাম কোচোতে পরিবারের সঙ্গেই থাকতেন নাদিয়া মুরাদ। ২০১৪ আইএস জঙ্গীরা ওই গ্রামে ঢুকে পড়ে। একদিন গ্রামের সবাইকে অস্ত্রের মুখে একটি স্কুলে ঢোকানো হয়। পুরুষদের আলাদা করে স্কুলের বাইরে দাঁড় করানো হয়। এর পরই মুহুর্মুহু গুলিতে নাদিয়ার ছয় ভাইসহ সব পুরুষকে হত্যা করা হয়। পুরুষদের হত্যা করার পর আইএস জঙ্গীরা নাদিয়া ও অন্য নারীদের একটি বাসে করে মসুল শহরে নিয়ে যায়। সেখানে যৌনদাসী হিসেবে বিক্রি হন নাদিয়াও। আইএসের যৌনদাসী হিসেবে বেশ কিছুদিন থাকার পর পালিয়ে আসেন তিনি। আইএসের কাছ থেকে পালিয়ে আসার পর নাদিয়া মুরাদ জাতিসংঘের শুভেচ্ছাদূত হন। মানবাধিকারবিষয়ক আইনজীবী আমাল ক্লুনির সঙ্গে আইএস জঙ্গীদের হাতে বন্দী ইয়াজিদী নারী ও যারা পালিয়ে এসেছেন, তাদের নিয়ে কাজ করছেন তিনি। চলতি বছর ৩৩১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেয়া হয় এবং তাদের মধ্য থেকে নোবেল কমিটি এই দুজনকেই পুরস্কারের জন্য বেছে নেয়। পুরস্কার হিসেবে একটি করে সোনার মেডেল পাবেন তারা। সেই সঙ্গে পুরস্কারের ৯০ লাখ সুইডিশ ক্রোনার এদের দুজনকে ভাগ করে দেয়া হবে। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার চেষ্টার স্বীকৃতি হিসেবে গতবছর ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু এ্যাবোলিশ নিউক্লিয়ার উইপনসকে (আইসিএএন) শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। গত সোমবার চিকিৎসায় নোবেল ঘোষণার মধ্যে দিয়ে এবারের নোবেল মৌসুমের শুরু হয়। আগামী ৮ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। এক জুরির স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যে রয়্যাল সুইডিশ এ্যাকাডেমি এবারের সাহিত্যের নোবেল পুরস্কার স্থগিত করেছে।
×