ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করলেন বরিশালের বিদায়ী মেয়র

প্রকাশিত: ০৪:২৭, ৬ অক্টোবর ২০১৮

 পদত্যাগ করলেন বরিশালের  বিদায়ী মেয়র

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষণার তিনদিন পর ডাকযোগে মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের বিএনপি দলীয় বিদায়ী মেয়র আহসান হাবিব কামাল। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়রের ব্যক্তিগত সহকারী ফরিদুল ইসলাম। তবে ওইদিন বিকেল পর্যন্ত সিটি কর্পোরেশনের প্রশাসনিক ও সাধারণ শাখায় এ সংক্রান্ত কোন পত্র পৌঁছেনি। তবে এ ধরনের চিঠি মন্ত্রণালয় হয়ে কর্পোরেশনে আসার কথা জানিয়ে মেয়রের ব্যক্তিগত সহকারী আরও জানান, বৃহস্পতিবার দুপুরে মেয়র তাকে (ফরিদুল) দিয়ে বরিশালের প্রধান ডাকঘর থেকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বরাবরে পদত্যাগপত্রটি পাঠিয়েছেন। সূত্র মতে, মেয়র তার পদত্যাগ পত্রে উল্লেখ করেছেন, বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিকের সেবা দেয়ার চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, গত ১৩ জুন থেকে সিটি কর্পোরেশনের দৈনন্দিন দাফতরিক ও অর্থনৈতিক কাজ করতে পারছি না। কর্পোরেশনের তহবিলে অর্থ থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা, গাড়ির জ্বালানি সরবরাহ ও বিল পরিশোধ, রাস্তার বৈদ্যুতিক বাতি সরবরাহ, বিল পরিশোধ, রাস্তা ঘাট সংস্কার কিংবা মেরামত করতে বাধা এসেছে। এছাড়া বিভিন্ন প্রকল্পের আওতায় বরাদ্দ করা অর্থ পাওয়ার পর ব্যাংকে জমা থাকা সত্ত্বেও বাধার কারণে নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০ জুনের মধ্যে ঠিকাদারদের বিল পরিশোধ করতে পারিনি। এ অবস্থায় দীর্ঘদিন থেকে নাগরিক সেবা দিতে না পারায় আমি মেয়র পদ থেকে সরে দাঁড়াচ্ছি।
×