ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলঢাকায় মুক্তিযোদ্ধা ছানুর নামে সড়ক উদ্বোধন

প্রকাশিত: ০৪:২৫, ৬ অক্টোবর ২০১৮

 জলঢাকায় মুক্তিযোদ্ধা  ছানুর নামে সড়ক  উদ্বোধন

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানুর নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বাঁশদহ হতে হারোয়া শিমুল বাগি মোড় পর্যন্ত নবনির্মিত তিন কিলোমিটার পাকা সড়কটির বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানু নামকরণ করে এর নাম ফলকের আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করা হয়। উদ্বোধন করেন নীলফামারী ৩ (জলঢাকা আংশিক কিশোরীগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা। উদ্বোধনী সভায় সংসদ সদস্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা পাক সেনাদের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করেছেন। কোনভাবেই মুক্তিযোদ্ধাদের সেই অবদান ভোলা যাবে না। তারা আমাদের মধ্যে চির অম্লান হয়ে থাকবেন। মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের জন্য বর্তমান সরকার নানান উদ্যোগ গ্রহণ করেছে। আমি শেখ হাসিনা সরকারের একজন প্রতিনিধি হিসেবে মুক্তিযোদ্ধাদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছি। তিনি বলেন, এখানে বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানুর নামে সড়ক উদ্বোধন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এভাবে স্থানে স্থানে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করতে করা হবে। তিনি বলেন, জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। তাই চলমান উন্নয়নধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য তিনি সবার প্রতি জোরাল আহ্বান জানান। শিমুলবাড়ি ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ সফিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জলঢাকা উপজেলার আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক জাকির হোসেন, শিমুলবাড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল চন্দ্র রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাদের হোসেন সাদের, বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানুর বড় জামাতা যুবলীগ নেতা আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসির উদ্দিন প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আনছারুল আলম ছানুর সহধর্মিণী মমতাজ সুলতানা রিনা, মেয়ে নাজিফা আলম মেঘলা, নাহিদা আলম লুবনা, ছেলে রুবায়েদ আলম রানা, জামাতা ও নাতি-নাতনিরা। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আনছারুল আলম ছানু চলতি বছরের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ছানু শিমুলবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
×