ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে আবারও আক্ষেপের হার

প্রকাশিত: ০৭:০৩, ৫ অক্টোবর ২০১৮

ভারতের কাছে আবারও আক্ষেপের হার

স্পোর্টস রিপোর্টার ॥ অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেটের সেমিফাইনালে ভারতের কাছে আবারও আক্ষেপের হার হয়েছে বাংলাদেশের। এবার ২ রানের হার হয়েছে। এশিয়া কাপে জাতীয় দল ভারতের কাছে ফাইনালে হেরেছে। শেষ বলে গিয়ে হেরেছে। এবার যুবারাও এশিয়া কাপে হারল। বৃহস্পতিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ১৭২ রান তোলে ভারত অনুর্ধ-১৯ দল। নাগালের মধ্যে ভারতকে আটকে রাখায় ফাইনালে যাওয়ার ভাল সুযোগ চলে আসে তৌহিদ হৃদয়দের সামনে। কিন্তু ১৭৩ রান তাড়া করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে গেছে তারা। ভারত চলে গেছে ফাইনালে। দেশের মাটিতে বাংলাদেশ যুবা ক্রিকেটারদের ফাইনাল খেলার স্বপ্নে যতি চিহ্ন পড়েছে। বাংলাদেশ শুরুর ৩ রানে ভারত যুবাদের প্রথম উইকেট তুলে নেয়। সেখান থেকে ৬৬ রানের জুটি গড়ে দ্বিতীয় উইকেটে। এরপর ৭৭ রানে ভারত যুবাদের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরে বাংলাদেশ। সুযোগ ছিল তাদের দেড় ’শ রানের নিচে আটকে দেয়ার। কিন্তু পরে সামির চৌধুরী এবং অজয় গঙ্গাপুরাম ১৭ রান করে দলের রান বাড়িয়ে নেয়। শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ১৭২ রানে অলআউট হয়ে যায় ভারত অনুর্ধ-১৯ দল। বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের হয়ে শরিফুল ইসলাম ১০ ওভারে ১৬ রান দিয়ে ৩ উইকেট নেন। এছাড়া মৃত্যুঞ্জয়, তৌহিদ হৃদয় এবং রিশাদ ২টি করে উইকেট নেন। ভারতের হয়ে মোহিত এবং সিদ্ধার্থ দেশাই ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করা বাংলাদেশের যুবাদের শুরুও ভাল হয়নি। শুরুর ২১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ অনুর্ধ-১৯ দল। এরপর সামলে নেয়ার চেষ্টা করলেও পারেনি তিনে ব্যাট করা মাহমুদুল হাসান জয়। তিনি ২৫ রানে ফিরে যান। এরপর ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ যুবারা। সেখান থেকে শামীম হোসাইন এবং আকবর আলী ৭৪ রানের জুটি গড়ে লক্ষ্যের দিকে এগোচ্ছিল। কিন্তু আকবর আলী আউট হয়ে ফিরে গেলে আর পেরে ওঠেনি যুবা দল। উইকেটরক্ষক আকবর আলী নিজের ৪৫ রানে এবং দলের ১৩৯ রানে ফিরে যান। এরপর দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করে দলীয় ১৬১ রানে আউট হন শামীম হোসাইন। দলের তখন ৮ উইকেট পড়ে গেছে। হাতে আছে আরও ৪৪ বল। কিন্তু শেষ দুই ব্যাটসম্যান ১২ রান আর করতে পারলেন না। ২২ বল হাতে থাকতে জয় থেকে ২ রান দূরে শেষ হয়ে গেল বাংলাদেশ অনুর্ধ-১৯ দলের ইনিংস। স্কোর ॥ ভারত অনুর্ধ-১৯ দল ॥ ১৭২/১০; ৪৯.৩ ওভার (যশস্বী ৩৭, পাদিক্কাল ১, রাওয়াত ৩৫, সিমরান ২, রাঠোর ২, বাদোনি ২৮, সমীর ৩৬, গঙ্গাপুরাম ১৭, হার্শ ৮, মোহিত ১, দেশাই ২*; শরিফুল ৩/১৬, মৃত্যুঞ্জয় ২/২৭, শামিম ০/২৫, মাহমুদুল ০/১৫, রিশাদ ২/৩৬, তৌহিদ ২/৪, রকিবুল ০/২৮, মিনহাজুল ১/১৯)। বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ॥ ১৭০/১০; ৪৬.২ ওভার (প্রান্তিক ৬, সাজিদ ২, মাহমুদুল ২৫, তৌহিদ ৮, শামিম ৫৯, রিশাদ ২, আকবর ৪৫, মৃত্যুঞ্জয় ২, রকিবুল ৪*, শরিফুল ০, মিনহাজুর ৬; মোহিত ৩/২৫, গঙ্গাপুরাম ১/২৬, দেশাই ৩/৩৫, বাদোনি ০/৩৩, হার্শ ২/২৯, সমীর ০/২১)। ফল ॥ বাংলাদেশ অনুর্ধ-১৯ দল ২ রানে পরাজিত।
×