ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই বছর পর অলরাউন্ডার হয়ে ফিরলেন স্টেইন!

প্রকাশিত: ০৭:০১, ৫ অক্টোবর ২০১৮

দুই বছর পর অলরাউন্ডার হয়ে ফিরলেন স্টেইন!

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক দুই বছর ৯ দিন আগে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে ৬ রানে অপরাজিত ছিলেন, বল হাতে নিয়ে কোন উইকেট শিকার করতে পারেননি। তবে দীর্ঘ বিরতির পর ৩৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ওয়ানডেতে ফিরলেন ভিন্নরূপে। চরম বিপর্যয়ের মুখে ৯ নম্বরে নেমে ৬০ রানের ইনিংস খেলেছেন এবং বল হাতে দ্রুত ২ উইকেট নিয়ে নিজের অলরাউন্ডার পরিচয় তুলে ধরেছেন ক্যারিয়ারে প্রথমবারের মতো। তার এমন উদ্ভাসিত নৈপুণ্যের দিনে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েও ছায়ার আড়ালে লেগস্পিনার ইমরান তাহির। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বুধবার ব্লুমফন্টেইনে তাদের এই কীর্তিতে দক্ষিণ আফ্রিকা ১২০ রানে বিধ্বস্ত করে সফরকারী জিম্বাবুইয়েকে। ফলে ৩ ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে গেছে প্রোটিয়ারা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে চরম বিপর্যয়ে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। নিয়মিত বিরতিতে উইকেট খুইয়ে ১০১ রানেই ৭ উইকেট হারায় তারা। এর মধ্যে এইডেন মার্করাম ৪৯ বলে সর্বোচ্চ ৩৫ রান করেন। ওই সময় হাল ধরেন স্টেইন! অষ্টম উইকেটে ফেলুকোয়াওয়ের সঙ্গে ৭৫ রানের জুটি গড়েন। ফেলুকোয়াও ২৮ রানে বিদায় নিলেও ক্যারিয়ারসেরা ওয়ানডে ইনিংস খেলেন স্টেইন। হাঁকান প্রথম অর্ধশতক। ৮৫ বলে ৮ চার, ১ ছক্কায় ৬০ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ৯ নম্বরে নেমে এটিই কোন প্রোটিয়া ব্যাটসম্যানের সেরা ওয়ানডে ইনিংস। ২০০৬ সালে ভারতের বিপক্ষে এ্যান্ড্রু হল করেছিলেন অপরাজিত ৫৬। স্টেইন বিদায় নিলেও ততক্ষণে লড়াই করার পুঁজি পেয়ে গেছে প্রোটিয়ারা। ৪৭.৩ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। টেন্ডাই চাতারা ৩টি এবং কাইল জারভিস, তিরিপানো ও মাভুতা ২টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতেই স্টেইন ঝড়ে দিক হারিয়ে ফেলে জিম্বাবুইয়ে। ওপেনার সলোমন মায়ার ও ওয়ান ডাউনে নামা ক্রেইগ আরভিনের উইকেট তুলে নেন তিনি। সেই অবস্থা থেকে আর তাদের ঘুরে দাঁড়াতে দেননি ৩৯ বছর বয়সী তাহির। টানা উইকেট নিতে নিতে তিনি হ্যাটট্রিকও করেন। ১৮তম ওভারের শেষ বলে শন উইলিয়ামসকে ফেরানোর পর ২০তম ওভারের প্রথম বলে পিটার মুরকে এলবিডব্লিউ এবং দ্বিতীয় বলে মাভুতাকে বোল্ড করে তৃতীয় দক্ষিণ আফ্রিকান বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিকের বিরল কীর্তি গড়েন তিনি।
×