ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মধ্যপাড়া পাথর খনিতে সেপ্টেম্বরে ২০ কোটি টাকার পাথর বিক্রি

প্রকাশিত: ০৪:৫৯, ৫ অক্টোবর ২০১৮

মধ্যপাড়া পাথর খনিতে সেপ্টেম্বরে ২০ কোটি টাকার পাথর বিক্রি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের পার্বতীপুর মধ্যপাড়া কঠিন শিলা খনিতে ঠিকাদারি প্রতিষ্ঠান জিটিসির ব্যবস্থাপনায় পাথর উৎপাদন বেড়েই চলেছে। গত সেপ্টেম্বর মাসে পাথর উৎপাদন হয়েছে প্রায় ১ লাখ ১২ হাজার ২শ’ টন। সেপ্টেম্বর মাসে বিক্রি হয়েছে প্রায় ২০ কোটি টাকার ৯৮ হাজার ৬শ’ টন পাথর। ১ অক্টোবর পর্যন্ত খনির ইয়ার্ডে বিভিন্ন সাইজের পাথর মজুদ রয়েছে প্রায় ১ লাখ ৬০ হাজার টন। বর্তমানে দৈনিক পাথর উৎপাদন হচ্ছে প্রায় সাড়ে ৪ হাজার টন। প্রতিদিন পাথর বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার টন। জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির উৎপাদন ইতিহাসে প্রতি মাসে ১ লাখ টন পাথর উৎপাদনের কোন রেকর্ড নেই। ২০১৩ সালের ২ সেপ্টেম্বর মধ্যপাড়া পাথর খনির উৎপাদন, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা চুক্তি হয় ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) সঙ্গে। খনির দায়িত্বগ্রহণ করে ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি উৎপাদন শুরু করে। উৎপাদন শুরুর ৬ মাসের মাথায় খনির কাক্সিক্ষত দৈনিক ৩ শিফট চালু করে পাথর উৎপাদন শুরু করে প্রতিদিন গড়ে ৪ থেকে সাড়ে ৪ হাজার টন। কিন্তু খনির উন্নয়ন ও নতুন স্টোপ নির্মাণ কাজে আধুনিক বিদেশী যন্ত্রপাতি এবং যন্ত্রাংশ আমদানি জটিলতায় প্রায় দুই বছরের অধিক সময় খনির পাথর উত্তোলন বন্ধ থাকে। বিশ্বমানের ও অত্যাধুনিক মেশিনারিজ আমদানির পর জিটিসি খনির উন্নয়ন উৎপাদন কাজ চালাতে থাকে সমান তালে। ফলে প্রতিদিন পাথর উৎপাদন বাড়তে থাকে। ঠিকাদারি প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়ামের (জিটিসি) নির্বাহী পরিচালক জাবেদ সিদ্দিকী বলেন, জিটিসি অর্ধশতাধিক বিদেশী খনি বিশেষজ্ঞ, দেশী প্রকৌশলীসহ প্রায় সাড়ে ৭শ’ খনি শ্রমিক নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। গত সেপ্টেম্বর মাসে সাপ্তাহিক ছুটির দিন ব্যতিত জিটিসি পাথর উৎপাদন করেছে প্রায় ১ লাখ ১২ হাজার ২শ’ টন। পাথর উৎপাদন বৃদ্ধি ও বিক্রি বিষয়ে মুঠোফোনে কথা হলে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ যাবের চৌধুরী বলেন, খনির ভূগর্ভে অত্যাধুনিক ও বিশ্ব মানের মেনিশনপত্র স্থাপনে প্রতিদিন পাথর উত্তোলন বাড়ছে। বিক্রিও বেড়ে চলেছে। এভাবে চললে খনিটি লাভের মুখ দেখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
×