ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএসইসির সংবাদ সম্মেলন ৪ অক্টোবর

প্রকাশিত: ০৬:৪৫, ৩ অক্টোবর ২০১৮

বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বিএসইসির সংবাদ সম্মেলন ৪ অক্টোবর

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আগামী ৪ অক্টোবর সংবাদ সম্মেলন করবে শেয়ারবাাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। জানা গেছে, আগামী ৭ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৮ উদযাপন করবে বিএসইসি। এ সম্পর্কিত বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলন করবে সংস্থাটি। সংবাদ সম্মেলনটি ৪ অক্টোবর দুপুর ১২টায় বিএসইসির মাল্টিপারপাস হলে (কমিশন ভবন, ৩য় তলা) অনুষ্ঠিত হবে। -অর্থনৈতিক রিপোর্টার একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ পুঁজিবাজারে তালিকাভুক্ত একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ার হোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ জুন, ২০১৮ সালের সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে পর্ষদ বলে কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, আলোচ্য সময়ে কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৩ টাকা ৩৯ পয়সা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৬ ডিসেম্বর রাজধানীর মিরপুর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ৩১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×