ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদা জিয়ার আপীল শুনানি পুনরায় শুরু

প্রকাশিত: ০৬:০১, ৩ অক্টোবর ২০১৮

খালেদা জিয়ার আপীল শুনানি পুনরায় শুরু

স্টাফ রিপোর্টার ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার আপীল শুনানি পুনরায় শুরু হয়েছে। সাজা বাড়াতে দুর্নীতি দমন কমিশনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান শুনানি শুরু করেন। আজ বুধবার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়েছে। খালেদা জিয়াকে বিশেষায়িত কোন হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। এদিকে কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যান পোড়ানোর মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। অন্যদিকে পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। খালেদার চিকিৎসা চেয়ে রিটের শুনানি মুলতবি ॥ দুর্নীতির মামলায় দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিশেষায়িত কোন হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ বুধবার পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। মওদুদ আহম্মেদের আগাম জামিন ॥ পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াকে আগাম জামিন দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি কাশেফা হোসেনের আদালত পুলিশ রিপোর্ট দেয়া পর্যন্ত জামিন দেয় আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
×