ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গজারিয়ায় কয়লা বিদ্যুত প্রকল্প বন্ধের দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৭:০৩, ২ অক্টোবর ২০১৮

গজারিয়ায় কয়লা বিদ্যুত প্রকল্প বন্ধের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের ষোলআনী ও দৌলতপুর মৌজায় তিন ফসলি জমিতে প্রস্তাবিত ৩৫০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপবিদ্যুত প্রকল্প বন্ধের দাবিতে সমাবেশ করেছে এলাকাবাসী। উপজেলার কয়েকটি পরিবেশবাদী সংগঠন, সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ উদ্যোগে সোমবার সকালে উপজেলার ষোলআনী ঈদগাঁ মাঠে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তালেব ভূঁইয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাফিজ্জুজামান জিতু খান, ইমামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খান, তিন ফসলি জমি রক্ষা কমিটির আহ্বায়ক মেহেদী হাসান সবুজ, বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা গাফফার মেম্বার, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক দর্জী, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলায়মান হোসেন প্রমুখ।
×