ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ্যামাজানের সঙ্গে চুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইনটেক

প্রকাশিত: ০৪:০৯, ১ অক্টোবর ২০১৮

  অ্যামাজানের সঙ্গে চুক্তির বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ইনটেক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের সঙ্গে সম্প্রতি অ্যামাজন ওয়েব সার্ভিস দেবে বলে ভারতের মিনফি টেকনোলজি এবং যুক্তরাষ্ট্রের রেনিয়াল সিস্টেমস ইনকর্পোরেশনের সঙ্গে বাণিজ্যিক চুক্তি হয়েছে। এর পরপরই কোম্পানির শেয়ার দর লাগামহীনভাবে বাড়ছে। এ কারণে মূল্য সংবেদনশীল তথ্যের বিস্তারিত জানতে ডিএসইর পক্ষ থেকে কোম্পানিকে নোটিস দেয়া হয়। নোটিসের জবাবে কোম্পানির পক্ষ থেকে রবিবার একটি ব্যাখ্যা দিয়েছে ইনটেক। তথ্যমতে, ইনটেক লিমিটেড চুক্তি অনুযায়ী কি পরিমাণ অর্থ বিনিয়োগ করবে এবং তা থেকে কি প্রত্যাশিত পরিমাণ মুনাফা উঠে আসবে ব্যাখ্যায় তা বলা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় কোম্পানি মিনফি টেকনোলজির সঙ্গে যৌথভাবে ৪ কোটি টাকা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সামারসেট রেনিয়াল সিস্টেমস ইনকর্পোরেশনের সঙ্গে প্রাথমিকভাবে ৪ কোটি বিনিয়োগ করা হবে। এই দুই কোম্পানির সঙ্গে যৌথভাবে ইনটেক অ্যামাজন ওয়েব সার্ভিস (এডবিøইউএস) সেবা দেবে। অ্যামাজন ওয়েব সার্ভিস (এডবিøউএস) অবকাঠামো \ প্রথম বছরে অবকাঠামোয় ১০ কোটি টাকা খরচ হবে। চুক্তি অনুযায়ী তাতে ইনটেকের কমিশন হবে ১০ কোটি টাকার ৭ শতাংশের ৫০ শতাংশ অর্থাৎ ৩৫ লাখ টাকা। অবকাঠামো উন্নয়নের পর পণ্যের বিক্রি মাধ্যমে দ্বিতীয় বছর ৮০ শতাংশ এবং তৃতীয় বছর ১০০ শতাংশ করে বার্ষিক প্রবৃদ্ধি হবে। পাশাপাশি ইনটেকের কমিশন এডবিøইএস খরচের ১২ শতাংশের ৫০ শতাংশ পর্যন্ত বাড়বে। এছাড়া এডবিøউএস প্রফেশনাল ও ম্যানেজড সার্ভিসের মাধ্যমে টার্নওভার হবে এডবিøউএস খরচ ১০ কোটি টাকার ৩০ শতাংশ অর্থাৎ ৩ কোটি টাকা। যেখানে ইনটেকের শেয়ার মার্জিন ৩ কোটি টাকার ৩০ শতাংশ অর্থাৎ ৯০ লাখ টাকা। প্রতিবছর ব্যবসা ক্রমান্বয়ে বাড়বে বলে প্রত্যাশা করছে ইনটেক।
×