ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৩৩তম জাতীয় কবিতা উৎসবের প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

৩৩তম জাতীয় কবিতা উৎসবের প্রস্তুতি

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় কবিতা উৎসব ২০১৯ শুরু হচ্ছে আগামী বছরের ১ ও ২ ফেব্রুয়ারি। এ উপলক্ষে সম্প্রতি জাতীয় কবিতা পরিষদ কার্যনির্বাহী পরিষদের এক সভা হয়। সভায় কবি ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কবি তারিক সুজাতের পরিচালনায় সর্বসম্মতিক্রমে ৩৩তম জাতীয় কবিতা উৎসব ২০১৯’র আহ্বায়ক মনোনীত হন কবি রবিউল হুসাইন। সভায় জানানো হয়, এ বছরের ১ থেকে ৩১ ডিসেম্বর (কনকর্ড ইম্পেরিয়াম, কাঁটাবন) জাতীয় কবিতা পরিষদ কার্যালয়ে নিবন্ধন চলবে। এছাড়া প্রতি বছরের ন্যায় এবারও ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির জাতীয় কবিতা উৎসব দফতরে নিবন্ধন চলবে। সভায় আরও সিদ্ধান্ত হয়, কবি শামসুর রাহমানের ৯০তম জন্মদিন জাতীয় কবিতা পরিষদ ও কবি শামসুর রাহমান স্মৃতি পরিষদ যৌথভাবে বাংলা একাডেমি রবীন্দ্র চত্বরে পালন করবে। পরিষদের কবিতাপত্র ‘কবিতা উৎসব’ উৎসবের প্রাক্কালে প্রকাশিত হবে। ১৫ নবেম্বরের মধ্যে কবিতা, কবিতা বিষয়ক লেখা, গ্রন্থালোচনা, কবিতা বিষয়ক অনুষ্ঠানের খবরাখবর জাতীয় কবিতা পরিষদ দফতরে পাঠাতে লেখকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় যে, জাতীয় কবিতা পরিষদের আয়োজনে প্রতিমাসের শেষ শনিবার কবিতা পাঠের আসর হবে জাতীয় কবিতা পরিষদের দফতরে। সভায় উপস্থিত ছিলেন কবি রবিউল হুসাইন, কবি শিহাব সরকার, কবি আসলাম সানী, কবি কাজল বন্দ্যোপাধ্যায়, কবি আমিনুর রহমান সুলতান, কবি ফয়জুল আলম পাপপু, কবি বুলবুল মহলানবীশ, কবি নাহার ফরিদ খান, কবি হানিফ খান, কবি বদরুল হায়দার, কবি পিয়াস মজিদ, কবি থিওফেল নকরেক, কবি ফনীন্দ্রনাথ রায়, কবি গিয়াসউদ্দিন চাষা, কবি হাসনাইন সাজ্জাদী, কবি এম আর মনজু, কবি শরাফত হোসেন প্রমুখ।
×