ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফুটবলের সোনালি দিন ফেরাতে বাফুফে নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন তরফদার রুহুল আমীন, ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি মেয়র আ,জ,ম নাছির উদ্দিন

দেশের ফুটবলে ভোটের আগাম হাওয়া

প্রকাশিত: ০৬:৫৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮

দেশের ফুটবলে ভোটের আগাম হাওয়া

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ বাংলাদেশের সব খেলাকে মাঠে এনে ব্যাপক জনপ্রিয় করেছে সব ফেডারেশন, শুধু ফুটবল পিছিয়ে গেছে। তাই দেশের মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল বাঁচাতে আগামী নির্বাচনে তরফদার মোঃ রহুল আমীন বাফুফের সভাপতি পদে নির্বাচন করবেন। এই ঘোষণা দিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা এবং বিভাগীয় ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি আ,জ,ম নাছির উদ্দিন। শনিবার দুপুরে কক্সবাজার হোটেল কক্সটুডেতে আয়োজিত বিডিডিএফ-এর সাধারণ সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আ,জ,ম নাছির উদ্দিন বলেন, আমরা কারও প্রতিপক্ষ নই, আমরা চাই দেশের খেলাধুলা এগিয়ে যাক। আগামী দিনে ফুটবলের অগ্রগতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গীবাদমুক্ত দেশ গঠনে এগিয়ে যাবেন। কিন্তু বর্তমান ফেডারেশনের (বাফুফে) ব্যর্থতার কারণে দেশের ফুটবল তার সব অর্জন হারাতে বসেছে। যার প্রমাণ পুরুষ ফুটবলে বাংলাদেশের র‌্যাঙ্কিং থেকে ১৯৪তে পৌঁছেছে। আর পার্শবর্তী দেশ ভারত ১২৫ থেকে ৯০ র‌্যাঙ্কিংয়ে উঠে এসেছে। তারা পারলে আমরা পারব না কেন? বাফুফের বর্তমান কমিটির কর্মকর্তাদের অযোগ্যতার কারণেই ফুটবলে এই দৈন্যদশা। ক্রীড়ানুরাগী হিসেবে আমরা ঘরে বসে থাকতে পারি না। সে জন্য আমাদের শেষ পর্যন্ত ঐক্যবন্ধ থাকতে হবে। তরফদার মোঃ রুহুল আমীনকে সামনে রেখে আগামীতে ফুটবলের সোনালি দিন ফিরিয়ে আনার প্রণান্ত চেষ্টা করা হবে। সাধারণ সভায় উপস্থিত জেলা ও বিভাগীয় প্রতিনিধির মতামতের ভিত্তিতে বিডিডিএফ-এর মহাসচিব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, স্পন্সর তরফদার মোঃ রুহুল আমীনকে আগামী নির্বাচনে বাফুফের সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা দেন অ, জ, ম, নাছির। এ সময় তরফদার রুহুল আমীন বলেন, আমি দেশের জন্য কিছু করতে চাই, ক্রীড়াঙ্গনের জন্য কিছু করতে চাই। তাই ফুটবলের সোনালি দিন আবারও ফিরিয়ে আনার লক্ষ্যে আমি অবিচল থাকব। তিনি আরও বলেন, এখন আর ঘরে বসে থাকার সুযোগ নেই। এই করুণ অবস্থা থেকে বাংলাদেশের ফুটবলকে বের করে আনতে হবে। এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, বিডিডিএফএ’র সহসভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মোঃ আলমগীর, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ব্যাটমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়ুয়া অপু, কক্সবাজার ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল করিম সাঈদী প্রমুখ। তরফদার রুহুল আমিন আরও বলেন, সাবেক তারকা ফুটবলার কাজী সালাউদ্দিন ১০ বছর সভাপতির দায়িত্বে আছেন। দীর্ঘ এই সময়ের মধ্যে তিনি একটা ভাল মানের জাতীয় দল গঠন করতে পারেননি। এটা চরম ব্যর্থতা। উন্নতি হয়েছে কেবল মহিলা ফুটবলের। যদিও সেটা বয়সভিত্তিক পর্যায়ে। তারপরও কেবল মেয়েদের উন্নতি দিয়ে একটা দেশের ফুটবলের মান বিচার করা হয় না। দেশের ফুটবল তখনই সফল বলা যাবে যখন দেখা যাবে পুরুষ জাতীয় দল আন্তর্জাতিক পর্যায়ে প্রত্যাশিত নৈপুণ্য প্রদর্শন করছে। কিন্তু বিগত এক দশকে উন্নতির পরিবর্তে ব্যর্থতার তলানিতে গিয়ে ঠেকেছে দেশের পুরুষ ফুটবল। সালাউদ্দিনের এটা বিরাট ব্যর্থতা। এবার নিয়ে তৃতীয়বারের মতো বাফুফের সভাপতির দায়িত্বে তিনি। গত নির্বাচনে তিনি সবার সামনে সরাসরি জানিয়ে দিয়েছিলেন আগামীতে আর নির্বাচন করবেন না। কিন্তু শোনা যাচ্ছে আবারও নাকি তিনি প্রার্থী হওয়ার চিন্তা-ভাবনা করছেন। গত নির্বাচনে আমি তাকে সবধরনের সাপোর্ট দিয়েছি। তার নির্বাচনের প্রধান সমন্বয়কারী হিসেবে আমি ছিলাম। ভোটের জন্য সারাদেশের ফুটবল সংগঠকদের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে আমাকে। কথা ছিল এবারের (২০২০) নির্বাচনে আমাকে তিনি সভাপতি পদে সমর্থন জানাবেন। সব ধরনের সাপোর্ট দিবেন। প্রশ্ন ওঠা স্বাভাবিক আবারও যদি তিনি প্রার্থী হন তাহলে এটা হবে ওয়াদা ভঙ্গ করা। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সালাউদ্দিন ১০ বছর ক্ষমতায় থেকে যা করতে পারেননি আমি তার অর্ধেকেরও কম সময়ে দেশের ফুটবল এগিয়ে নিতে পারব। বিশিষ্ট শিল্পপতি তরফদার রুহুল আমিন বললেন, ফুটবলে অনেক টাকা দিয়েছি, স্পন্সর করেছি। কিন্তু এই অর্থ সঠিক কাজে ব্যবহার হয়নি। তাই নতুন সংগঠক (বিডিডিএফ) গঠনের মধ্যে দিয়ে ফুটবলপ্রিয় নিষ্ঠাবান সংগঠকদের নিয়ে কাজ শুরু করেছি। আশাকরি আমরা সফল হবই। আমি দেশের সমস্ত বিভাগ, জেলা ও ক্লাব সংগঠক, কর্মকর্তাদের সহযোগিতা প্রত্যাশা করছি।
×