ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় অটিজম বিষয়ক সম্মেলনের যোগ দিলেন পুতুলের

প্রকাশিত: ০৮:৩১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শ্রীলঙ্কায় অটিজম বিষয়ক সম্মেলনের যোগ দিলেন পুতুলের

অটিজম ও নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন সায়মা ওয়াজেদ পুতুল শ্রীলঙ্কার কলম্বোতে ইন্টারন্যাশনাল ডে ফর ইউনিভার্সাল এ্যাকসেস টু ইনফরমেশনের (আইডিইউএআই) তৃতীয় বার্ষিক সম্মেলনে যোগ দেন। বাসস জানায়, কলম্বোর হোটেল মাউন্ট লাভিনিয়ায় দু’দিনের এই সম্মেলন শুক্রবার শুরু হয়েছে। শেষ হবে শনিবার। সম্মেলন চলাকালে আন্তর্জাতিক প্যানেলের সমন্বয়ে গঠিত বিশেষজ্ঞ পর্যায়ে কর্মশালা ও অন্যান্য উচ্চপর্যায়ের ইভেন্ট হবে। শুক্রবার প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তির খবর জানা যায়, স্কুল ফিজিওলজিস্ট সায়মা ওয়াজেদ দু’টি পৃথক ইভেন্টে যোগ দিচ্ছেন। ইভেন্ট দুটি হচ্ছে, পলিসিস ফর ডিজিটাল স্কলারশিপ ও ডিজএ্যাবিলিটি। ভারত ও শ্রীলঙ্কার বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে যোগ দিচ্ছেন। কর্মশালায় প্রতিবন্ধীদের সঙ্গে সাধারণের লেখাপড়ার জন্য বাংলাদেশে প্রযুক্তিগত সম্পদের সহজ লভ্যতা এবং বাধা থাকা সত্ত্বেও শিক্ষা ব্যবস্থায় তারা কিভাবে সম্পৃক্ত হচ্ছে, সে সব বিষয় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে অন্যান্য সংগঠনের পাশাপাশি বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়। সায়মা ওয়াজেদ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অটিজম বিষয়ক শুভেচ্ছা দূত। এ ছাড়া তিনি সূচনা ফাউন্ডেশনের চেয়ারপার্সন, এনডিডি সংক্রান্ত স্টিয়ারিং কমিটির উল্লেখযোগ্য সদস্যদের সঙ্গে, ইসিডি ও শিক্ষা সেক্টরে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাত করেন। প্রতিবন্ধীদের সঙ্গে বৈঠকে তারা এমএইচ ও প্রতিবন্ধীর অংশ হিসেবে এএসডির সঙ্গে শিশুদের জন্য ধর্মীয় কর্মসূচী প্রণয়ন করতে পারে। ইউনেস্কো ’১৬ সালের পর থেকে প্রতি বছর ২৮ সেপ্টেম্বর ইউনিভার্সাল এ্যাকসেস টু ইনফরমেশন বিষয়ক আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করে আসছে। নতুন ’৩০ উন্নয়ন এজেন্ডার সঙ্গে, বিশেষ করে এসডিজি প্রাসঙ্গিকতা রয়েছে। দিবসটি পালন উপলক্ষে শ্রীলঙ্কার টেলিযোগাযোগ, ডিজিটাল অবকাঠামো এবং বৈদেশিক কর্মসংস্থান ও ইউনেস্কো যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বছরে দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘দ্য এশিয়ান ডিজিটাল রেভ্যুলেশন : ইউনিভার্সাল এ্যাকসেসের’ মাধ্যমে ডিজিটাল ডিভাইডকে ডিভিডেন্ডে রূপান্তর করা।
×