ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেমিফাইনালে খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী

প্রকাশিত: ০৬:৪২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

   সেমিফাইনালে খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী

স্পোর্টস রিপোর্টার ॥ চতুর্থ জাতীয় মহিলা হকির সেমিফাইনাল নিশ্চিত করেছে খুলনা, রংপুর, ঢাকা ও রাজশাহী বিভাগ। ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচের ২টিতে জিতে ও ১টিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে নাম লিখিয়েছে খুলনা বিভাগ। এই গ্রুপ থেকে রাজশাহী বিভাগ ১ জয় ও ২ ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছে। ৩ ম্যাচের ১টি জিতে, ১টি হেরে ও ১টিতে ড্র করে ৪ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে ময়মনসিংহ বিভাগ। ৩ ম্যাচের ২টিতে হেরে ও ১টিতে ড্র করে ১ পয়েন্ট নিয়ে বিদায় নিয়েছে বরিশাল বিভাগও। অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে ঢাকা বিভাগ। দুই ম্যাচের ১টিতে জিতে ও ১টিতে হেরে ৩ পয়েন্ট নিয়ে শেষ চারের টিকেট পেয়েছে রংপুর বিভাগ। দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় নিয়েছে চট্টগ্রাম বিভাগ। আজ শনিবার কোন খেলা নেই। রবিবার দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। দুুপুর দেড়টায় প্রথম সেমিফাইনালে খুলনা বিভাগ খেলবে রংপুর বিভাগের বিপক্ষে। আর বিকেল সাড়ে তিনটায় দ্বিতীয় সেমিফাইনালে ঢাকা বিভাগ মুখোমুখি হবে রাজশাহী বিভাগের। শুক্রবার গ্রুপপর্বের শেষ তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় ময়মনসিংহ বিভাগ ১-০ গোলে বরিশাল বিভাগকে পরাজিত করে। ময়মনসিংহ বিভাগের সিনথিয়া ম্যাচের ২০ মিনিটে একমাত্র গোলটি করেন। দ্বিতীয় ম্যাচে রংপুর বিভাগ ৬-০ গোলে চট্টগ্রাম বিভাগকে পরাজিত করে। রংপুরের তাসমিম আক্তার ২টি (১৭মি., ৪৭মি.), সিমু আক্তার ২টি (৩৭মি., ৩৯মি.), রানী আক্তার ১টি (২৫মি.) ও মুসলিম আক্তার ১টি গোল (৪১মি.) করেন। দিনের তৃতীয় ও শেষ ম্যাচে রাজশাহী বিভাগ ১-০ গোলে খুলনা বিভাগকে পরাজিত করে। রাজশাহী বিভাগের পক্ষে শান্তিনা টুডু ৫৫ মিনিটে একমাত্র জয়সূচক গোলটি করেন।
×