ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

‘তথ্য অধিকার আইন ও ডিজিটাল আইন সাংঘর্ষিক নয়’

প্রকাশিত: ০৫:৫১, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 ‘তথ্য অধিকার আইন ও ডিজিটাল আইন সাংঘর্ষিক নয়’

স্টাফ রিপোর্টার ॥ তথ্য অধিকার আইন ও ডিজিটাল নিরাপত্তা আইন একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয় বলে জানিয়েছেন তথ্য কমিশনের প্রধান তথ্য কর্মকর্তা মরতুজা আহমদ। তিনি বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনসহ অন্য সব আইনের ওপরে প্রাধান্য পাবে তথ্য অধিকার আইন। তথ্য অধিকার দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মরতুজা আহমদ। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তথ্য কমিশনের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু আলী হোসেন উপস্থিত ছিলেন। মরতুজা আহমদ বলেন, বিভিন্ন সংস্থার ওয়েবসাইটে ও কার্যালয়ে তথ্য কর্মকর্তার নাম উল্লেখ করতে হবে। সকলে তথ্য দিতে বাধ্য। কেউ অসত্য বা খ-িত তথ্য দিতে পারবে না। আর তথ্য না দিলে তার শাস্তি হবে।
×