ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাভারে অগ্নিকান্ডে চার শ্রমিক দগ্ধ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:৪২, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 সাভারে অগ্নিকান্ডে চার শ্রমিক দগ্ধ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সাভার, ২৮ সেপ্টেম্বর ॥ সাভারে একটি অবৈধ পোড়া মবিল তৈরির কারখানায় আগুনে ৪ জন দগ্ধসহ আহত হয়েছে অন্তত ১০ শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় নাসরিন অটোমোবাইল কারখানায় এ ঘটনা ঘটে। . ফরিদপুর নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর বাজারে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ওই বাজারের ১৭টি দোকানের যাবতীয় মালামাল আগুনে পুড়ে গেছে। এছাড়া আরও ৮টি দোকানের মালামাল আংশিক পুড়ে গেছে। আগুন লাগার বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি। . গাজীপুর স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, একটি টেক্সটাইল মিলে শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকাস্থিত ইউনিমেক্স টেক্সটাইল মিলের একটি নতুন বয়লার শুক্রবার দুপুরে পরীক্ষামূলক চালু করা হয়। এর কিছুক্ষণ পর দুপুর সোয়া ১২টার দিকে কারখানার বয়লার সংলগ্ন ফার্নেস ওয়েল থাকা তেলের পাইপে অগ্নিকা-ের সূত্রপাত ঘটে।
×