ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

’৪১ সালের মধ্যেই আমরা উন্নত দেশে পরিণত হব ॥ এমিলি

প্রকাশিত: ০৫:৩৫, ২৯ সেপ্টেম্বর ২০১৮

  ’৪১ সালের মধ্যেই  আমরা উন্নত দেশে  পরিণত হব ॥  এমিলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সাবেক হুইপ ও মুন্সীগঞ্জ-২ ( লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের এমপি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, উন্নয়ন কি জিনিস তা আগে আমরা বুঝতাম না। কিন্তু উন্নয়ন কি ও এটা কাকে বলে তা আমাদের বুঝতে শিখিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০৯ থেকে সে উন্নয়ন শুরু করেছেন। তার অনেক স্বপ্ন রয়েছে। তার স্বপ্ন হচ্ছে বাঙালী জাতি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। এক সময় আমাদেরকে দেখলে বলা হতো মিসকিনের জাত। অথচ সেই মিসকিনকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এমন জায়গায় নিয়ে এসেছেন, আজ আমরা নিম্ন মধ্যবিত্তের আয়ের দেশে পরিণত হয়েছি। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যবিত্ত এবং ২০৪১ সালের মধ্যে আমরা উন্নত সমৃদ্ধিশালী দেশে পরিণত হব। শুক্রবার সকালে তিনি লৌহজং উপজেলার কনকসার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ‘লুৎফা বেগম’ ভবন উদ্বোধনকালে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এমিলি আরও বলেন, দেশে এখন ভিক্ষুক নেই বললেই চলে। কারণ শেখ হাসিনা এ দেশটাকে কল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করেছেন। তিনি প্রায় ১শ’ রকম ভাতা প্রদান করে চলেছেন। বিভিন্ন ভাতা প্রধানের মাধ্যমে তিনি গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করে চলেছেন। কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির হোসেন মাস্টারের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান মোঃ ওসমান গণি তালুকদার, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ কনক প্রমুখ।
×