ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবচেয়ে বড় পাখি টাইটান

প্রকাশিত: ০৫:০৬, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 সবচেয়ে বড় পাখি টাইটান

অবশেষে ফ্রান্স ও ব্রিটেনের মধ্যে পাখি নিয়ে দীর্ঘ লড়াই থামল। হাজার বছর আগের কথা। সাভানা ও মাদাগাস্কারের বৃষ্টিঅরণ্যে তখনও দেখা মিলত বিশালাকার পাখি ‘এলিফ্যান্ট বার্ড’ বা ‘এ্যাপিওরনিস ম্যাক্সিমাসের। কিন্তু মানুষের শিকার হতে হতে এক সময় নিশ্চিহ্ন হয়ে যায় নিরীহ পাখিটি। এরা আকারেই বড় ছিল, কিন্তু লড়তে জানত না। ফরাসী বিজ্ঞানীদের দাবি ছিল, এটিই পৃথিবীর সবচেয়ে বড় পাখি। যদিও ১৮৯৪ সালেই ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করেছিলেন ‘এ্যাপিওরনিস ম্যাক্সিমাস থেকে বড় এ্যাপিওরনিস টাইটান’। বিজ্ঞানী সি ডব্লিউ এ্যান্ড্রুর দাবি ছিল, সেটিই সবচেয়ে বড় পাখি। কিন্তু ফরাসী প্রতিপক্ষরা বলতে থাকেন, একটু বড়সড় চেহারার ‘ম্যাক্সিমাস’ কেই নতুন নাম দিয়ে ‘টাইটান’ বলা হচ্ছে। দীর্ঘদিন ধরে এই নিয়ে বিতর্ক চলতে থাকে। সেই সঙ্গে পাখিটির কঙ্কাল, ডিমের জীবাশ্মা সংগ্রহ করে চলতে থাকে গবেষণাও। বুধবার ব্রিটিশ বিজ্ঞানীরা দাবি করলেন, এলিফ্যান্ট বার্ড-এর অন্য একটি প্রজাতি আকারে আরও বড় ছিল। সেটির ওজন ছিল প্রায় ৮শ’ ৬০ গ্রাম কিলোগ্রাম প্রায় একটা জিরাফের সমান। ‘জুলজিক্যাল সোসাইটি অব লন্ডনের প্রধান বিজ্ঞানী জেমস হ্যান্সফোর্ড বলেন, ‘এটি সম্পূর্ণ একটি আলাদা প্রজাতি। নাম রাখা হয়েছে ‘ভোরোম্বে টাইটান’। আর এখন পর্যন্ত এটিই সবচেয়ে বড় পাখি।- রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স অবলম্বনে।
×