ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডি অটোকার

প্রকাশিত: ০৫:১৮, ২৮ সেপ্টেম্বর ২০১৮

১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে বিডি অটোকার

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিডি অটোকার লিমিটেড ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ সুপারিশ করেছে। এর মধ্যে ১২ শতাংশ বোনাস এবং ৩ শতাংশ নগদ লভ্যাংশ রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪ টাকা ৩০ পয়সা। এছাড়া পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়বে কোম্পানিটি। এক্ষেত্রে প্রতিটি রাইট শেয়ার ১০০ টাকা প্রিমিয়ামে ইস্যু করা হবে। কোম্পানিটি জানায়, বিদ্যমান কারখানায় অথবা অন্য কোন জায়গায় এলিপিজি সুবিধা স্থাপন করা হবে। এর জন্য রাইটের মাধ্যমে টাকা সংগ্রহ করা হবে। শেয়ারহোল্ডারদের অনুমোদন নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ডিভিডেন্ড ও রাইটের সিদ্ধান্ত অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ নবেম্বর সকাল ১১টায় ১১০ তেজগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, অস্বাভাবিক দরবৃদ্ধির কারণে শেয়ারটির লেনদেন স্থগিত করে রেখেছে বিএসইসি। যা ১৯ আগস্ট থেকে কার্যকর হয়েছে। ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। বছর শেষে কোম্পানির ইপিএস হয়েছে ৯৫ পয়সা, আগের বছর যা ছিল ৪১ পয়সা ৩০ জুন-এর এনএভিপিএস দাঁড়ায় ২ টাকা ৮৫ পয়সায়। ২০১২ হিসাব বছরের পর ২০১৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল বিডি অটোকারস। ১৯৮৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত বিডি অটোকারসের অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা। বর্তমানে পরিশোধিত মূলধন ৩ কোটি ৮৬ লাখ ৩০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান ২ কোটি ৭৯ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ারের ৩৮ দশমিক ২৫ শতাংশ উদ্যোক্তা-পরিচালকদের কাছে, ৭ দশমিক ৪৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৫৪ দশমিক ২৯ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
×