ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফ্রান্সের তারকাকে আর অধিনায়ক না করার ঘোষণা

কোচ মরিনহোর সঙ্গে পগবার দ্বন্দ্ব চরমে

প্রকাশিত: ০৭:০৮, ২৭ সেপ্টেম্বর ২০১৮

কোচ মরিনহোর সঙ্গে পগবার দ্বন্দ্ব চরমে

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের শুরু থেকেই ক্লাবকে নিয়ে নানা মন্তব্যে বিতর্কের জন্ম দিয়েছেন পল পগবা। এতকিছুর মাঝেও কয়েক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে নেতৃত্ব দিয়ে গেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তারকা ফুটবলার। তবে তার এই অধিনায়কত্বের সংক্ষিপ্ত ভূমিকাটা শেষ হয়ে গেল মঙ্গলবার। ইংলিশ লীগ কাপে ডার্বি কাউন্টির কাছে হেরে বিদায় নেয়ার পর ইউনাইটেড কোচ জোশে মরিনহো সাফ জানিয়ে দেন, আর কখনই পগবাকে অধিনায়ক হিসেবে দেখা যাবে না। নিয়মিত অধিনায়ক এ্যান্টোনিও ভ্যালেন্সিয়ার অনুপস্থিতিতে মাঝে মাঝে অধিনায়কের দায়িত্ব পালন করতেন পগবা। লীগের ম্যাচের পাশাপাশি তার নেতৃত্বে চ্যাম্পিয়ন্স লীগে ইয়ং বয়েসের বিপক্ষেও জয় পেয়েছিল ইউনাইটেড। এসবের মাঝেই অবশ্য কোচকে নিয়ে অনেক সময়েই নানা মন্তব্য করেছিলেন পগবা। সর্বশেষ উলভারহ্যাম্পটনের সঙ্গে ড্রয়ের পর পগবা বলেছিলেন, ইউনাইটেডকে রক্ষণাত্মক ফুটবল খেলা থেকে সরে আসতে হবে। এবার মরিনহো পগবার থেকে তার সাময়িক অধিনায়কত্ব ‘ছিনিয়ে’ নিলেন। এ প্রসঙ্গে সাবেক রিয়াল মাদ্রিদের এই অভিজ্ঞ কোচ বলেন, ‘পগবা এখন থেকে আর অধিনায়কের দায়িত্ব পালন করবে না। আমাদের মাঝে কোন সমস্যা হয়নি। আমিই সিদ্ধান্ত নিয়েছিলাম এই মৌসুমে পগবা দলকে মাঝে মাঝে নেতৃত্ব দিবেই। আমিই এখন সিদ্ধান্ত নিয়েছি এটা আর হবে না। আমি দলের কোচ, আমিই সিদ্ধান্ত নিতে পারি যে কোন সময়। এই সিদ্ধান্ত নিয়ে আমি কোন জবাবদিহিও করতে ইচ্ছুক নই।’ ডার্বির কাছে পেনাল্টিতে হেরে ইংলিশ লীগ কাপ থেকে বাদ পড়েছে ইউনাইটেড। তবে পেনাল্টি মিস করে দলের বিদায় ডেকে আনা ফিল জোনসকে দায়ী করছেন না মরিনহো। তার মতে, ‘কেউ না কেউ তো মিস করতই। ৭ নম্বর পেনাল্টির পর এটা হওয়াটাই স্বাভাবিক, আমি জানতাম জোনস অথবা বেইলির কেউ একজন এমনটা করতে পারে। কারাবাও কাপ নিয়ে আর ভাবনার কিছু নেই। কারও পেনাল্টি মিস নিয়ে আমি দোষ দিতে চাই না। কারণ আমি জানি সে সঠিক দিকেই পেনাল্টি শটটা নিয়েছিল, গোলকিপার সেটা ঠেকিয়ে দিয়েছে।’ এদিকে ইংল্যান্ডের পত্রিকা ‘দ্য সানে’র দাবি, পগবা ইউনাইটেড ছাড়তে প্রস্তুত। এরই মধ্যে আরেক খবর, ক্লাব ইউনাইটেড আসলে ছেড়ে দিতে চাই পগবা-মরিনহো দু’জনকেই! অবশ্য ক্লাব ইউনাইটেডের পক্ষ থেকে নয়, এই ধারণার কথাটা জানিয়েছেন লিভারপুলের সাবেক খেলোয়াড় জেমি রেডন্যাপ। স্কাই স্পোর্টসকে দেয়া সাক্ষাতকারে তিনি স্পষ্ট কণ্ঠেই বলেছেন, ‘আগামী গ্রীষ্মে পগবা-মরিনহো দু’জনেই চলে যেতে পারেন।’ পগবার সঙ্গে কোচ মরিনহোর তিক্ততাটা তৈরি হয় গত মৌসুমেই। সেই তিক্ততার সুবাদেই গত জানুয়ারিতে ইউনাইটেড ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন পগবা। মরিনহোও চাইছিলেন ফরাসী মিডফিল্ডারকে ছেড়ে দিতে। কিন্তু ক্লাব ইউনাইটেড কিছুতেই অমিয় প্রতিভার অধিকারী পগবাকে বিক্রি করতে রাজি ছিল না। তারপরও হয়তো পগবা চলেই যেতেন। কিন্তু পরিস্থিতিটা একটু হলেও পাল্টে দেয় বিশ্বকাপ। ক্লাবের হতাশাকে পেছনে ফেলে রাশিয়া বিশ্বকাপে অসাধারণ পারফর্মেন্স করেছেন পগবা। দেশ ফ্রান্সকে বিশ্বচ্যাম্পিয়ন করতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই ক্লাবকর্তাদের চাওয়া মেনে মরিনহোও পগবাকে ধরে রাখার পথেই হাঁটেন। আর এজন্য তিনি পগবার সঙ্গে সম্পর্কটা নতুন করে জোড়া লাগানোর উদ্যোগও নেন। বিশ্বকাপ ছুটি শেষ করে ক্লাবে ফেরার পরই পগবার বাহুতে অধিনায়কত্বের আর্মব্যান্ড পরিয়ে দেন মরিনহো। তিক্ততা ভুলে পগবাকে খুশি করার চেষ্টা আর কি! কিন্তু সম্পর্কে একবার ফাটল ধরলে তা কি আর জোড়া লাগানো যায়! বরং ক্রমে ক্রমে ফাটলটা আরও বড় হয়। পগবা-মরিনহোর নতুন দ্বন্দ্ব যেন ঠিক সেটাই প্রমাণ করে।
×