ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে রিটের শুনানি আজ

প্রকাশিত: ০৫:২৬, ২৫ সেপ্টেম্বর ২০১৮

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে রিটের শুনানি আজ

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট (দাতব্য ট্রাস্ট) দুর্নীতি মামলায় বিচারকের প্রতি অনাস্থার আবেদন দিয়েছেন দুই আসামি। এ সময় জিয়াউল ইসলাম মুন্নার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এদিকে দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করতে দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে শুনানি ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা আবেদনটির ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। অন্যদিকে চলতি মাসে (সেপ্টেম্বর) সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৪ হাজার মামলায় ৩ লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চেয়ে করা রিটের শুনানি ‘নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ্যার্টনি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রীমকোর্টের অবকাশের পরে আসার জন্য বলেছেন আদালত। সোমবার হাইকোর্ট এবং বিচারিক আদালত এ আদেশ প্রদান করেছেন। ন্যায়বিচার ‘না পাওয়ার’ আশঙ্কার কথা জানিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন এ মামলার দুই আসামি। আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলাম খানের পক্ষে আইনজীবী আমিনুল ইসলাম ও মোঃ আক্তারুজ্জামান সোমবার ঢাকার পঞ্চম বিশেষ জজ মোঃ আখতারুজ্জামানের প্রতি এই অনাস্থার কথা জানান। আদালত ও বিচারক পরিবর্তনের জন্য হাইকোর্টে আবেদন করা হবে জানিয়ে জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি ২০ কার্যদিবস মূলতবির আবেদন করেন তারা। বিচারক আখতারুজ্জামান বিষয়টি শুনে মঙ্গলবার আদেশের জন্য রেখেছেন। সেই সঙ্গে আসামি মুন্নার জামিন বাড়ানোর আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন তার দুই আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সানাউল্লাহ মিয়া। আর মামলার বাদী ও তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশনের পক্ষে শুনানি করেন আইনজীবী মোশাররফ হোসেন কাজল। এছাড়া ঢাকার মহানগর দায়রা জজ আদালতের পিপি আবদুল্লাহ আবু রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন। খালেদার চিকিৎসা রিটের শুনানি মঙ্গলবার ॥ দুর্নীতি মামলায় দ-প্রাপ্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করতে দেয়ার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের বিষয়ে শুনানি ‘নট টুডে’ (আজ নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে করা আবেদনটির ওপর আজ শুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবীরা। ৩ লাখ আসামি রিট শুনানি অবকাশের পর ॥ চলতি মাসে (সেপ্টেম্বর) সারাদেশে বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীসহ নেতাকর্মীদের বিরুদ্ধে করা ৪ হাজার মামলায় ৩ লাখেরও বেশি লোককে আসামি করার কারণ জানতে চেয়ে করা রিটের শুনানি ‘নট দিস উইক’ (এ সপ্তাহে নয়) বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ্যাটর্নি জেনারেলের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে শুনানির জন্য সুপ্রীমকোর্টের অবকাশের পরে আসার জন্য বলেছেন আদালত।
×