ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইবির ছাত্রী হলে পানি সঙ্কট ॥ বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৩০, ২০ সেপ্টেম্বর ২০১৮

ইবির ছাত্রী হলে পানি সঙ্কট ॥ বিক্ষোভ

ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) পানির দাবিতে বিক্ষোভ করেছে দেশরতœ শেখ হাসিনা হলের ছাত্রীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টা থেকে পানির দাবিতে হল গেটে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে হলের আবাসিক ছাত্রীরা। এদিকে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন সহকারী প্রক্টর এস এম নাসিমুজজামান। এ সময় ছাত্রীরা বালতি, বোতল ও জগ হাতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। হলের আবাসিক ছাত্রীরা জানায়, ‘হলের দক্ষিণ ব্লকে গত পাঁচ দিন থেকে পানির সমস্যায় ভুগছেন তারা। তিন ঘণ্টা পর পর পানি শেষ হয়ে যায়। দৈনন্দিন প্রয়োজনীয় কাজে বিপাকে পড়তে হচ্ছে তাদের। এ বিষয়ে হল প্রভোস্টকে জানানো হলে তিনি সমস্যা সমাধান করে দিলেও ফের একই অবস্থার সৃষ্টি হয়।’ এদিকে রাত সাড়ে ১১টার দিকে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ছাত্রীদের আশ^স্ত করে বলেন, পানির সমস্যা দ্রুত সমাধান করবেন। পরে ছাত্রীরা তার কথায় আন্দোলন বন্ধ করে রুমে চলে যায়। এ বিষয়ে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ‘ট্যাঙ্ক ভর্তি পানি উঠানো হচ্ছে। কিন্তু পানিটা কিভাবে বের হয়ে যাচ্ছে গত পাঁচ দিন থেকেই ইঞ্জিনিয়ার অফিস তা শনাক্ত করার চেষ্টা করছে। তবে আশা করি খুব দ্রুত সমস্যা সমাধান হবে।’ বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল বলেন, ‘সমস্যা সমাধানের জন্য আমরা পুরো টিম কাজ করছি। আশা করি এরপর থেকে আর কোন হলে সমস্যা থাকবে না।’ হাতির আক্রমণে নিহত ছাত্রদল নেতা নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার ১৯ সেপ্টেম্বর ॥ কুলাউড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আজমল আলী শামীম (৪৫) বন্যহাতির আক্রমনে মারা গেছেন। এ সময় শাহীন নামে অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জুড়ী উপজেলার সাগরনাল বাশ মহালের লাউয়ের আগা এলাকায় এ ঘটনা ঘটে। জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন জানান, বুধবার সকাল ৮টার দিকে জুড়ী উপজেলার সাগরনাল লাউয়ের আগা এলাকা থেকে আজমল আলী শামীম মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শামীম কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের সাধনপুর গ্রামের অবসরপ্রাপ্ত চাকরিজীবী আমজল আলীর ছেলে।
×