ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

প্রকাশিত: ০৬:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০১৮

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ মহানগরীর সিদ্ধিরগঞ্জের গোদনাইলের একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হাজীগঞ্জ, ম-লপাড়া ও আদমজী ইপিজেডের ৬টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ৩টায় গোদনাইলে ইব্রাহীম টেক্সটাইল মিলের বিএফ ট্রেডার্স নামে তুলার গোডাউনে। আগুনে বিপুল পরিমাণ তুলা পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে। জানা গেছে, বেলা ৩টা দিকে আকস্মিকভাবে গোদনাইলের ইব্রাহিম টেক্সাইল মিলের বিএফ ট্রেডার্স নামের তুলার গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। নাটোরে অস্ত্র রাখার দায়ে একজনের ১৭ বছরের কারাদ- নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ সেপ্টেম্বর ॥ অবৈধ অস্ত্র সংরক্ষণ ও বহনের দায়ে নাটোরে আব্দুর রাজ্জাক (৪০) নামে এক ব্যক্তির ১৭ বছরের কারাদ- দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মোহম্মদ নুরুজ্জামান এই আদেশ দেন। দ-প্রাপ্ত আব্দুর রাজ্জাক সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের মৃত খোরশেদ মিয়ার ছেলে। নাটোর জজ আদালতের পিপি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২০১১ সালের ২৪ অক্টোবর রাতে সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের পশ্চিম ভেংরী গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫ এর একটি দল। এ সময় আব্দুর রাজ্জাকের শয়ন ঘরে তল্লাশিকালে ঘরের একটি স্টিলের বাক্সের ভেতর থেকে একটি সাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার ও আব্দুর রাজ্জাককে আটক করা হয়।
×