ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের সভাপতি হলেন রোহিঙ্গা !

প্রকাশিত: ০৬:০৪, ১৮ সেপ্টেম্বর ২০১৮

নাইক্ষ্যংছড়িতে ছাত্রলীগের সভাপতি হলেন রোহিঙ্গা !

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ১৭ সেপ্টেম্বর ॥ নাইক্ষ্যংছড়ি উপজেলায় ছাত্রলীগের কমিটিতে এবার মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে সভাপতি নির্বাচিত করে কমিটি গঠন করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ড মসজিদ ঘোনা ইউনিট কমিটির নতুন সভাপতি নির্বাচন করা হয়েছে মিয়ানমারের রোহিঙ্গাকে। আর এই সভাপতির নাম মোহাম্মদ নুর। জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ ফয়সাল আজাদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আলম ইমন স্বাক্ষরিত এই পত্রে মিয়ানমারের রোহিঙ্গা মোহাম্মদ নুরকে সভাপতি, মোবারেক হোসেনকে সহসভাপতি,মানুকুজ্জামান (মানিক) কে সাধারণ সম্পাদক, ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক ওসোথাই মং মার্মাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়। পায়রায় প্রশাসনের আশ্বাসে শান্ত হলো শ্রমিকরা নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ১৭ সেপ্টেম্বর ॥ নির্মাণাধীন পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুত কেন্দ্র অভ্যন্তরে বাংলা কেন্টিন এলাকায় বাঙালী শ্রমিকদের রবিবার রাতে শেষ দফা হামলা ভাংচুরের পরে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। রবিবার দিনভর হাজারো শ্রমিক বিক্ষোভ-সমাবেশ হামলা-ভাংচুর চালায়। মধ্য রাত পর্যন্ত কলাপাড়ার ইউএনও মোঃ তানভীর রহমান শ্রমিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে তাদের মৌলিক দাবিসহ বিভিন্ন সুবিধা দেয়ার আশ^াসে শ্রমিকরা শান্ত রয়েছে। তবে সোমবার কেউ কাজে যোগ দেয়নি। শ্রমিকরা তাদের মৌলিক সুবিধা সংবলিত দাবি আদায়ে এ আন্দোলন শুরু করে।
×