ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খাসমহলের নামে খাজনা না নেয়ায় পুরান ঢাকায় জমি ও বাড়ির মালিকদের ভোগান্তি

প্রকাশিত: ০৫:৫৭, ১৮ সেপ্টেম্বর ২০১৮

খাসমহলের নামে খাজনা না নেয়ায় পুরান ঢাকায় জমি ও বাড়ির মালিকদের ভোগান্তি

খাসমহলের নামে পুরান ঢাকার সূত্রাপুর-কোতোয়ালি সার্কেলের একটি বিরাট অংশ দীর্ঘ ৫/৭ বছর ধরে খাজনা না নেয়ার কারণে জমি-সম্পত্তি, ফ্ল্যাট ও বাড়িঘরের মালিকদের চরম দুর্ভোগ ও হয়রানি পোহাতে হচ্ছে। ভূমি মন্ত্রণালয়ের প্রতি এলাকার সচেতন নাগরিক সমাজ ও পুরান ঢাকা জনকল্যাণ সমিতি এ নিয়ে যৌথভাবে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। পুরান ঢাকা জনকল্যাণ সমিতি ও সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক মাহবুবউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্প্রতি ফরিদাবাদ স্কুলে এলাকাবাসীর এক সভায় বক্তারা খাসমহলের নামে খাজনা না নেয়ার কারণে সূত্রাপুর-কোতোয়ালি মৌজার এক বিরাট অংশে নামজারি, জমি হস্তান্তর, জায়গা-জমি ক্রয়-বিক্রয় ও রেজিস্ট্রেশন বন্ধের কারণে চরম ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, বাবা-মা’র মৃত্যুর পর ওয়ারিশরা বাড়িঘরের বণ্টননামা, হেবা রেজিস্ট্রি, রাজউকের প্ল্যান অনুমোদন ও নিজ জমিতে ডেভেলপার দিয়ে ফ্ল্যাট নির্মাণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। -বিজ্ঞপ্তি
×