ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্মার্ট টিভি বানাচ্ছে ওয়ানপ্লাস

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ সেপ্টেম্বর ২০১৮

স্মার্ট টিভি বানাচ্ছে ওয়ানপ্লাস

ওয়ানপ্লাস টিভি নামে নিজস্ব স্মার্ট টিভি বানাচ্ছে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস সোমবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলে, প্রতিষ্ঠানটির একটি ‘স্বাভাবিক পরিসর বৃদ্ধির’ অংশ হিসেবে ‘ওয়ানপ্লাস টিভি’ বানানোর পদক্ষেপ এসেছে। এক্ষেত্রে প্রতিষ্ঠানটির লক্ষ্য হচ্ছে টিভি খাতে থাকা অপূরণীয় চাহিদা খুঁজে বের করা আর সর্বশেষ প্রযুক্তি দিয়ে উন্নত মানের হার্ডওয়্যার তৈরি করা। ওয়ানপ্লাস-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পেতে লাও বলেন, নতুন এই বিভাগের মাধ্যমে তারা ‘ব্যবহারকারীদের সংযুক্ত অভিজ্ঞতা’ বাড়াতে উদগ্রীব হয়ে আছেন, যা ব্যবহারকারীদের দৈনন্দিন জীবন উন্নত করতে পারে। ২০১৯ সালে ওয়ানপ্লাস টিভি ছাড়া হবে বলে আশা করা হচ্ছে।’ ওয়ানপ্লাস টিভি’র প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নক্সায় উন্নত ছবি আর অডিও অভিজ্ঞতার সঙ্গে ব্যবয়ারকারীদের উন্নত ‘ইনটেলিজেন্ট কানেকটিভিটি’ অভিজ্ঞতা দেয়ার সমন্বয় ঘটবে, নির্মাতা প্রতিষ্ঠানটির বরাতে বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। -অর্থনৈতিক রিপোর্টার
×