ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘দ্বৈত মানব’

প্রকাশিত: ০৪:৩৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

 চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘দ্বৈত মানব’

স্টাফ রিপোর্টার ॥ অচিরেই মঞ্চে আসছে চন্দ্রকলা থিয়েটারের নতুন নাটক ‘দ্বৈত মানব’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আগামীকাল ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে। ‘দ্বৈত মানব’ নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এইচ আর অনিক। ‘দ্বৈত মানব’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহমুদুল হাসান মাসুম, এস এম অঙ্গন, মোঃ ইব্রাহিম হাসান, মার্জিয়া রহমান মলি, আপন, সৈকত, নিশি এবং এইচ আর অনিক। ‘দ্বৈত মানব’ নাটকের কাহিনী আবর্তিত হয়েছে একটি সম্পর্কের উত্থান-পতনকে কেন্দ্র করে। তৃতীয় পক্ষ একটি সুসম্পর্ককে কিভাবে ধ্বংস করে দেয় তার চিত্র তুলে ধরা হয়েছে ‘দ্বৈত মানব’ নাটকটির মধ্যে। সেই তৃতীয় পক্ষ হচ্ছে হিটলার, মিরজাফর, কিসিঞ্জার এবং ঘষেটি বেগম। নাটকীয়তার মধ্যে দিয়ে ইতিহাস থেকে তাদের আগমন ঘটে। আর এরাই তৃতীয় পক্ষ হিসেবে সুসম্পর্কের মধ্যে তাদের কুট বুদ্ধির প্রয়োগ করে। আর এভাবেই নাটকটির কাহিনী এগিয়ে যায়। প্রায় চার মাস ধরে নাটকটির মহড়া চলছে বলে জানা গেছে।
×